ভিডিও সোমবার, ১২ মে ২০২৫

ঠাকুরগাঁওয়ে ঘুস নেয়ার অভিযোগে দুই কারারক্ষী বরখাস্ত

ঠাকুরগাঁওয়ে ঘুস নেয়ার অভিযোগে দুই কারারক্ষী বরখাস্ত। প্রতীকী ছবি

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা কারাগারের বন্দিদের স্বজনদের সাথে সাক্ষাৎ করাতে ঘুস নেওয়ার অভিযোগে সহকারী প্রধান কারারক্ষী আমিনুল ইসলাম ও কারারক্ষী আব্দুর রহিমকে বরখাস্ত করা হয়েছে। গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুস নেয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর পরেই সেই দুই ব্যক্তিকে বরখাস্ত করা হয়। বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

ভিডিওতে দেখা গেছে, সহকারী প্রধান কারারক্ষী আমিনুল ইসলাম ও কারারক্ষী আব্দুর রহিম স্বজনদের কাছ থেকে টাকা নিচ্ছেন। কারারক্ষী রহিম প্রথমে এক বন্দির স্বজনের সঙ্গে কথা বলেন এবং তাকে দেখা করানোর আশ্বাস দেন। এরপর সহকারী প্রধান কারারক্ষী আমিনুল এসে রহিমের সঙ্গে কথা বলেন এবং সাক্ষাতের জন্য ৪শ’ টাকা নেওয়া হয়। এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়া হয়েছে। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে। আমরা সাথে সাথে ব্যবস্থা নিয়েছি এবং বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের ক্ষেতলালে চুরি-ডাকাতি ঠেকাতে রাত জেগে গ্রামবাসীর পাহারা

বগুড়ার শেরপুরে হত্যা প্রচেষ্টা মামলায় আ’লীগের চার নেতা গ্রেফতার

বগুড়ায় ২শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও টাকাসহ গ্রেফতার ২

২২ মে বাজারে আসবে নওগাঁর আম

বগুড়ার নন্দীগ্রামে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আর্মি মেডিকেল কলেজ বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি