বগুড়ার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিআইজি‘র নির্দেশ

স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা পুলিশের আয়োজনে স্থানীয় রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে বগুড়া পুলিশ সুপারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার) পিএইচডি।
বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম’র সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খাঁন রুবেলসহ বগুড়া জেলা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামী বগুড়া জেলা আমির অধ্যক্ষ আব্দুল হক আজাদ, নায়েবে আমির মাওলানা আলমগীর হোসেন, শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল, সেক্রেটারী আ স ম আব্দুল মালেক, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় ডিআইজি মোহাম্মদ শাহজাহান তার বক্তব্যে যেকোন মূল্যে বগুড়ার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে নির্দেশনা প্রদান করেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সহযোগিতা একান্ত প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুনসভায় স্থানীয় নেতারা বগুড়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। তারা তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
সভায় পুলিশ সুপার আশ্বাস দেন যে, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করবে। সভায় জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন