ভিডিও শুক্রবার, ২৩ মে ২০২৫

বগুড়ার সোনাতলায় চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় ২৬ জনকে আসামি করে মামলা

বগুড়ার সোনাতলায় চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় ২৬ জনকে আসামি করে মামলা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় জোড়গাছা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর উপর হামলার ঘটনায় সিঙ্গাপুর ফেরত প্রবাসী যুবকসহ ২৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত সন্ধ্যা রাতে বগুড়ার সোনাতলার জোড়গাছা ইউনিয়নের গোসাইবাড়ী গ্রামের মারপিটের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় চেয়ারম্যান গোলাম রব্বানীর উপর হামলার ঘটনায় গতকাল বুধবার গোসাইবাড়ী গ্রামের ২৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

চেয়ারম্যান গোলাম রব্বানী বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামি করা হয়েছে ওই গ্রামের হামিদুল ইসলামের ছেলে ও সিঙ্গাপুর ফেরত প্রবাসী রাশেদুল ইসলামকে। 

আরও পড়ুন

এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় ২৬ জনের নাম ছাড়াও অজ্ঞাতনামা আরও ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারে মাঠে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় সাবেক এমপি সাহাদারা মান্নানের ফুপাতো ভাই আ. লীগ নেতা ছোটন গ্রেফতার

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নামলো শ্রমিকরা 

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক কাঁচা বাজারে ঢুকে কেড়ে নিলো ২ জীবন 

লালমনিরহাটের পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজুরের মৃত্যু

সৌদিতে ফ্ল্যাট থেকে বাংলাদেশি দুই ভাইয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় পাঠা দিচ্ছে দুধ, এলাকাবাসীর দাবি অলৌকিক