বগুড়ার বারপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ধারালো অস্ত্র ও ডাকাতির যন্ত্রপাতিসহ ডাকাতদলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবগত রাত ৪টার দিকে বগুড়া শহরের বারপুর ফ্লাইওভারের নিচে প্রথম বাইপাস সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
ডাকাত দলের সদস্যরা হলো-বগুড়া শহরের পুরান বগুড়া এলাকার মৃত মোস্তফা কামালের ছেলে জহুরুল ইসলাম ওরফে চাচ্চু (৪৪), আবু বাক্কারের ছেলে আরিফ (৩০) ও মামুন অর রশিদের ছেলে রাজিব খান (৩৪)।
আরও পড়ুনবগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে গোপন সংবাদেরভিত্তিতে উপশহর পুলিশ ফাঁড়ির রাত্রীকালীন ডিউটিতে নিয়োজিত পুলিশ ফোর্স ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়দের সহযোগিতায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি ধারালো চাপাতিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
মন্তব্য করুন