রংপুর মেট্রোপলিটন চেম্বারের পরিচালক অমিত গ্রেফতার, ১০ লাখ টাকা চাঁদা দাবি’র মামলা

রংপুর প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলা থেকে আওয়ামী লীগের এক নেত্রীর নাম বাদ দেওয়ার জন্য পুলিশের নামে ১০ লাখ টাকা চাঁদা দাবি করার মামলায় অমিত বণিক কে গ্রেফতার করেছে পুলিশ। রংপুর মেট্রোপলিটন চেম্বারের পরিচালক অমিত বণিক নিজেকে আওয়ামী লীগের নেতা বলে পরিচয় দিতেন।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে একটি হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয় রংপুর নগরীর নিউ সেনপাড়া এলাকার আওয়ামী লীগ নেত্রী লিপি ভরসাকে। ব্যবসায়ী অমিত বণিক নিজেকে পুলিশের সঙ্গে সখ্যতা আছে উল্লেখ করে তাকে সেই মামলা থেকে অব্যাহতি দেওয়ার নামে লিপি ভরসার কাছ থেকে ১০ লাখ টাকা দাবি করেন। এ সংক্রান্ত একটি অডিও কল ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এঘটনায় লিপি ভরসার ম্যানেজার পলাশ হাসান বাদি হয়ে অমিত বণিকের নামে গত বৃহস্পতিবার রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। সেই মামলায় ওই দিন বিকেলে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনরংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, লিপিখান ভরসা বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি। সেই আসামিকে মামলা থেকে বাদ দেওয়া এবং তাকে সুরক্ষা দেওয়ার কথা বলে পুলিশের নামে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন ব্যবসায়ী অমিত বণিক। সেই চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
মন্তব্য করুন