ভিডিও বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

বগুড়ায় দুই শিশু ধর্ষণকারী নুরু দুই দিনের রিমান্ডে

বগুড়ায় দুই শিশু ধর্ষণকারী নুরু দুই দিনের রিমান্ডে

কোর্ট রিপোর্টার : বগুড়ার কাহালু উপজেলার পাইকড় এলাকায় দুই শিশু ধর্ষক নুরুল ইসলাম নুরুকে দুই দিনের রিমান্ডে নেয়া হয়েছে। আজ সোমবার (১৭ মার্চ) বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ এর বিচারক সুমাইয়া সিদ্দিকা’র আদালতে নুরুকে হাজির করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারি কর্মকর্তা কাহালু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: মাহবুব। রিমান্ডের আবেদন শুনানি শেষে দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা সুমন রঞ্জন সরকার জানান, গতকাল বেলা ১১টার দিকে বগুড়া ডিবি পুলিশ নুরুকে আদালতে হাজির করে। মামলার তদন্তকারী কর্মকর্তা নুরুকে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ড আবেদন জানান। আদালত শুনানির পর দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

কাহালুর পাইকড় এলাকা থেকে গত রোববার রাত সাড়ে নয়টার দিকে শিশু ধর্ষক নুরুকে ডিবি ও কাহালু থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করে। নুরুল ইসলাম নুরু কাহালুর আড়োলা আবাসন প্রকল্পের বাসিন্দা এবং পেশায় দিনমজুর।

আরও পড়ুন

গত বুধবার শিশু দুইটি বাড়ির সামনে খেলাধুলা করছিল। এই সময় মুখোরচক খাবার দেওয়ার প্রলোভনে তাদের নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে নুরুল ইসলাম। পরদিন বৃহষ্পতিবার ধর্ষণের শিকার দুই শিশুর একজন জ্বরে আক্রান্ত ও আরেকজনের রক্তক্ষরণ শুরু হলে পরিবার বিষয়টি টের পেলে অভিযুক্ত নুরুল ইসলাম এলাকা ছেড়ে পালিয়ে যায়।

গত শুক্রবার রাতে পুলিশ খবর পেয়ে ভুক্তভোগী দুই শিশুকে হেফাজতে নেয়। পরে ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মোছা. পারভীন বগেম কাহালু থানায় মামলা দায়ের করেন। মামলায় একমাত্র নুরুল ইসলামকে আসামি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুমাস জ্যৈষ্ঠের আগেই বগুড়ার বাজারে উঠেছে আম-লিচু

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে ৪ বাংলাদেশি আটক

পাবনার বেড়ায় যমুনায় তীব্র ভাঙন আতঙ্কিত পাঁচ গ্রামের মানুষ

বগুড়ায় বিআরটিএ অফিসে দুদকের অভিযান

বগুড়ার মহাস্থানগড়ে বৈশাখী উৎসব বৃহস্পতিবার

বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে প্রতীক বরাদ্দ