দিনাজপুরের বিরামপুরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে সেমাই

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : বিরামপুর উপজেলার বিভিন্ন স্থানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সেমাই। ঈদকে সামনে রেখে ঈদের অন্যতম অনুসঙ্গ এই সেমাই তৈরি করে অসাধু ব্যবসায়ীরা চটকদার প্যাকেটে পুরে বাজারে বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। ভ্রাম্যমাণ আদালত অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করতে দেখে ৩ টিকে জরিমানা করেছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন এর ভ্রাম্যমাণ আদালত গত সোমবার বিকেলে উপজেলার মির্জাপুরে মা ফুড কারখানায় অভিযান চালান। এসময় নোংরা ও অস্বাস্থ্য পরিবেশে সেমাই ও অন্যান্য খাদ্য সামগ্রী তৈরি করতে দেখে তিনি ঐ কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।
একই দিন দিনাজপুর থেকে ভোক্তা অধিকারের বিশেষ টিম শহরে অভিযান চালিয়ে নোংরা ও অস্বাস্থ্য পরিবেশে সেমাই তৈরির অভিযোগে সৌখিন সেমাই কারখানাকে ১০ হাজার টাকা এবং লুৎফর সেমাই কারখানাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। চটকদার মোড়কে বাজারজাতকারী এসব সেমাই কারখানার নোংরা পরিবেশে সেমাই তৈরির কথা এবং জরিমানা খবর ছড়িয়ে পড়লে ভোক্তাদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
আরও পড়ুনএব্যাপারে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার পারভেজ বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা ভেজাল সেমাই খেলে শিশুদের মারাত্মক স্বাস্থ্যহানী ঘটতে পারে। এছাড়া পেটের পীড়াসহ কিডনী ও লিভারের সমস্যাও দেখা দিতে পারে।
মন্তব্য করুন
বিধি বহির্ভূতভাবে আর্জি সংশোধন করে নিজেকে মেয়র দাবি ইশরাকের: বিরোধী পক্ষের আ-ইনজীবী | Daily Karatoa
শাহবাগের পর এবার ইন্টারকন্টিনেন্টাল মোড় অ ব রো ধ ছাত্রদলের | Chatra Dal | Shahbagh | Daily Karatoa
