দৈনিক করতোয়া’র হিসাবরক্ষক শাহিনের ভগ্নিপতির ইন্তেকাল

স্টাফ রিপোর্টার : দৈনিক করতোয়া পত্রিকার হিসাবরক্ষক শহিদুল আলম শাহিনের ভগ্নিপতি ব্যবসায়ী রেজাউল করিম রঞ্জু (৭৫) আজ বুধবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বগুড়া শহরের জলেশ্বরীতলাস্থ কমফোর্ট হাউজিংয়ের এই বাসিন্দা বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি ছিলেন। তার এক ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রয়েছে। তার স্ত্রী তিন মাস আগে মৃত্যুবরণ করেন।
আরও পড়ুনপ্রয়াতের নামাজে জানাজা আজ বাদ আসর শহরের সূত্রাপুরস্থ রাহাত জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে তাকে দক্ষিণ বগুড়া কবরস্থানে দাফন করা হয়। হিসাবরক্ষক শহিদুল আলম শাহিনের ভগ্নিপতি রেজাউল করিম রঞ্জুর মৃত্যুতে দৈনিক করতোয়া পরিবার শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং প্রয়াতের রুহের মাগফেরাত কামনা করেছে।
মন্তব্য করুন