ভিডিও সোমবার, ১৯ মে ২০২৫

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মানসিক ভারসাম্যহীন নারী ধর্ষিত ধর্ষক আটক

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মানসিক ভারসাম্যহীন নারী ধর্ষিত ধর্ষক আটক। প্রতীকী ছবি

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি : নাগেশ্বরীতে মাছ দেয়ার প্রলোভন দেখিয়ে মানসিক ভারসাম্যহীন পঞ্চাশোর্ধ্ব এক নারীকে ধর্ষণ করেছে প্রতিবেশী যুবক। ঘটনাস্থলেই তাকে আটক করেছে এলাকাবাসী। পরে দিনভর একটি গাছের সাথে বেঁধে রেখে তাকে পুলিশের হাতে তুলে দেয় তারা। ঘটনাটি ঘটেছে, গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার সূর্যের খামার গ্রামে।

জানা যায়, পঞ্চাশোর্ধ্ব ওই নারী জন্ম থেকেই মানসিক প্রতিবন্ধী। ফলে বিয়ে না হওয়ায় বাবার বাড়িতে থাকেন। পাশে ধরকা বিলে প্রতিদিন মাছ শিকার করে জেলেরা। সেখানে গেলে প্রত্যেকেই তাকে মাছ দিত। গত মঙ্গলবার সকালে সে একই কারণে ওই বিলের ধারে যায়। সে সময় সেখানে মাছ ধরছিল একই গ্রামের সাইফুর রহমান ছেলে বাবর আলী (২৮)।

এ সুযোগে সে তাকে মাছ দেয়ার প্রলোভন দেখিয়ে পাশের ভুট্টাক্ষেতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এসময় জমিতে পানি দিতে গিয়ে খেত মলিকের ছেলে এ ঘটনা দেখে তার বাবা সেকেন্দার আলীকে জানালে তিনি ধর্ষক বাবর আলীকে আটক করে নিয়ে আসেন। পরে অভিযুক্তকে পাশের বাড়ির একটি গাছের সাথে বেঁধে রেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। বিকেল ৩টার দিকে নাগেশ্বরী থানা পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন

নাগেশ্বরী থানার পরিদর্শক (তদন্ত) অপূর্ব বর্মণ ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, এ বিষয়ে মামলা হয়েছে। অভিযুক্তকে আটক ও ধর্ষণের শিকার নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের

দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ২

আদালতে আনা হয়েছে নুসরাত ফারিয়াকে, কারাগারে রাখার আবেদন

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাছ বিক্রি নিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৫

শাবিপ্রবি শিক্ষককে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ, অভিযুক্তকে আটক

জেলা প্রশাসক থেকে জুলাই যোদ্ধা পরিচয়ে অনুদান নেওয়ায় তদন্ত কমিটি