ঈদের পসরা সাজিয়ে আলোয় ঝলমল গাইবান্ধার মার্কেট

গাইবান্ধা জেলা প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর এর কেনাকাটায় গাইবান্ধার মার্কেট গুলোতে হুমড়ি খেয়ে পড়তে শুরু হয়েছে ক্রেতাদের। রোজার প্রথম সপ্তাহ থেকেই গাইবান্ধার মার্কেটগুলোতে ভিড় বাড়তে থাকে। বর্তমানে মার্কেট গুলোতে সকাল ৮টা হতে মধ্যরাত অবধি বেচা কেনায় লিপ্ত রয়েছেন ক্রেতা বিক্রেতারা। ইতোমধ্যে অনেকের কেনাকাটা শেষ হয়েছে।
শহরের বিপণী বিতান গুলোতে খোজঁখবর নিয়ে জানা যায়, এবারে ভারতীয় কাপড়ের চাহিদা কম, দেশী কাপড়ের কদর রয়েছে বলে ক্রেতা-বিক্রেতারা জানান। রোজা শুরুর পরপরই শহরে ও দূরদুরান্তের মহিলা ক্রেতারা ঈদ মার্কেটের বিপণী গুলোতে ভিড় জমানো শুরু করে। শহরের অভিজাত জুতার দোকান ও সুপার মার্কেটের কাপড়ের দোকান গুলোতে সন্ধ্যার পরে ক্রেতাদের ভিড়ে সয়লাব হয়ে যায়।
ক্রেতারা মন্তব্য করেন, অন্যবারের তুলনায় দাম কিছুটা বেশি হলেও মানুষ তাদের ক্রয় ক্ষমতা অনুযায়ী ঈদ মার্কেট করছে। ব্যবসায়ীরা জানায়, কেনাকাটা শুরু হয়েছে ১৫ রোজার পর থেকে। এবার ভারতীয় কাপড়ের স্থলে ক্রেতাদের আকর্ষণ করেছে দেশীয় সুতি কাপড়। গরমের কারণে দেশী সুতি থ্রি পিসগুলো বিক্রির শীর্ষে স্থান পেয়েছে।
আরও পড়ুনইন্ডিয়ান গাউন ও কাজ করা লং ফ্রোক গুলিও নজর কেড়েছে ক্রেতাদের। নানা বৈচিত্রের পশরা সাজিয়ে শিশুদের হরেক রকম পোশাক বিক্রি হচ্ছে। জিন্স প্যান্ট, গ্যাবার্ডিন প্যান্ট, কালার শার্ট, ফুল শার্ট, চেক শার্ট, এক কালার শার্ট বিক্রি হচ্ছে প্রচুর। জুতার দোকান গুলোতেও ব্যাপক ভিড় দেখা যায়।
গাইবান্ধা জেলা শহরের তরফদার ম্যানসন, শালিমার সুপার মার্কেট, ইসলাম প্লাজা, পৌরসভা সুপার মার্কেট, শাপলা মার্কেট, কাজী টাওয়ার, রেজিয়া ম্যনসন, পুরাতন জর্জকোট মার্কেট, কাচারীবাজার ও পুরাতন বাজার কাপড়পট্টি সহ বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিপণী বিতান ও ঈদ মার্কেট গুলো এখন ঈদের পশরা সাজিয়ে আলোয় ঝলমল করছে।
মন্তব্য করুন