ভিডিও শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

নাটোরের লালপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

নাটোরের লালপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার। প্রতীকী ছবি

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে নয়ন ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার দুপুরে রুইগাড়ী এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। সে একই এলাকার রনজিতের ছেলে।

স্থানীয়রা ও ভুক্তভোগীরা জানান, গতকাল সোমবার সকাল সাড়ে ৯ টায় অভিযুক্ত নয়ন তার শিশু সন্তানের সাথে পাশের বাড়ির আরও তিন শিশু খেলা করছিল। ওই সময় প্রথমে এক শিশুকে ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করে নয়ন। তখন শিশুটি নয়নের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। এরপর সে ৯ বছর বয়সী অপর একটি শিশুকে গলা ও মুখ চেপে ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

কিন্তু শিশুটির চিৎকারে আশপাশের বাড়ির লোকজন ছুটে আসলে নয়ন জানালা দিয়ে পালিয়ে যায়। পরে শিশুটি ঘটনাটির বিস্তারিত সবাইকে বলে। এরপর দুপুরে ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

আরও পড়ুন

লালপুর থানার ওসি নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী শিশুটির বাবা বাদি হয়ে লালপুর থানায় মামলা দায়ের করেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে পুলিশের গুলিতে নিহত ও আহত পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্রদান করলেন সাবেক এম’পি মোশারফ হোসেন

ঠাকুরগাঁওয়ে কৃষকলীগ নেতা পবারুল গ্রেফতার

নওগাঁর পোরশায় ৮০ বিঘা জমির বোরে ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা

পাবনার ভাঙ্গুড়ায় ভিমরুলের আক্রমনে একজনের মৃত্যু, আহত ২

দেশে আগে গণপরিষদ নির্বাচন হতে হবে - রংপুরে আখতার হোসেন

উত্তরের ঈদযাত্রায় বাড়ছে গাড়ির চাপ, নেই যানজট