নতুন পোশাক পরার আগে কি ধোয়া উচিত ?

লাইফস্টাইল ডেস্ক : ঈদ আসতে না আসতেই নতুন পোশাকে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েন সবাই। চকচকে নতুন পোশাক হাতে পেলেই তা পরার আগ্রহ থাকে তুঙ্গে। তবে প্রশ্ন হলো নতুন পোশাক পরার আগে ধোয়া উচিত কি না?
অনেকেই মনে করেন, নতুন পোশাক ধুলে পোশাকের নতুনত্ব কমে যাবে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যঝুঁকি এড়াতে নতুন পোশাক ধোয়া অত্যন্ত জরুরি। কেননা একটা পোশাক আমাদের হাতে পৌঁছনের আগে অনেকগুলো হাত ঘুরে আসে। কাপড় তৈরি করা থেকে শুরু করে রং করা ও সেলাইয়ের নানান ধাপ পেরিয়ে সেগুলো সাজানো হয় ডিসপ্লেতে। তাই স্বাস্থ্যঝুঁকি এড়াতে নতুন পোশাক ধোঁয়া অত্যন্ত জরুরি।
কাপড় তৈরিতে নানান ধরনের রাসায়নিক ব্যবহার হয়ে থাকে। তাই এসব পোশাক না ধুয়ে পড়লে ত্বকে অস্বস্তিকর অনুভূতি হতে পারে, ত্বক লালচে হয়ে যেতে পারে, চুলকাতে পারে। বিশেষ করে কারও যদি কোনো নির্দিষ্ট রাসায়নিকে অ্যালার্জি থাকে বা যাদের সংবেদনশীল ত্বক, তাদের জন্য এটি আরও বিপজ্জনক হতে পারে।
এছাড়াও হাতের স্পর্শেও কাপড় ময়লা হয়। অনেকেই হাতের তালু দিয়ে হাঁচি কাশি চাপেন। এরপর হাত পরিষ্কার না করেই যেকোনো কাজে হাত দেন। কাপড় প্রস্তুতকরণ থেকে শুরু করে আমাদের কাছে তা পৌঁছানো পর্যন্ত ঠিক কোন কোন মানুষ অপরিষ্কার হাতে তা স্পর্শ করেছেন, তা আমাদের অনেকেরই অজানা। তাই আপাতদৃষ্টে ঝকঝকে পোশাকেও ময়লা ও জীবাণু থাকতে পারে। এভাবেই কাপড়ের মাধ্যমে একজনের হাত থেকে বিভিন্ন জীবাণু ছড়িয়ে পড়তে পারে অন্যজনের কাছে।
আরও পড়ুন
শুধু তাই নয়, দোকানে সাজানো পোশাক অনেকেই হাতে নেন, পরীক্ষা করেন বা ট্রায়াল দেন। এ সময় পোশাকে লেগে যেতে পারে ঘাম, জীবাণু বা চর্মরোগের সংক্রমণ। কেউ কেউ আবার পরার পর ফেরতও দিয়ে থাকেন। ফলে, না ধুয়ে এসব পোশাক পরলে সংক্রমণের ঝুঁকি থেকেই যায়।
তাই নতুন পোশাক পড়ার আগে ধুয়ে নেওয়া উচিত। কিন্তু তাতে, পোশাক পুরনো হবার ভয় থাকে। সেই ক্ষেত্রে পোশাক ধোঁয়ার আগে কিছু উপায় হলো মৃদু ডিটারজেন্ট দিয়ে হালকা ধুয়ে নিন; বেশি সময় ভিজিয়ে রাখবেন না এবং খুব ঘষবেন না; সরাসরি কড়া রোদে শুকানোর পরিবর্তে ছায়ায় শুকান; রঙিন ও সাদা কাপড় আলাদা করে ধোবেন; ধোয়ার পর ভালোভাবে ইস্ত্রি করুন।
বিশেষজ্ঞদের মতে, নতুন পোশাক না ধুয়ে পরা একেবারেই নিরাপদ নয়। তাই ঈদ হোক বা অন্য যেকোনো উপলক্ষ, স্বাস্থ্য সুরক্ষায় নতুন পোশাক ধুয়ে নেওয়াই ভালো।
মন্তব্য করুন