ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার ধুনটে ভূয়া কাবিননামা দেখিয়ে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

বগুড়ার ধুনটে ভূয়া কাবিননামা দেখিয়ে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় ভূয়া কাবিননামা তৈরি করে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে হাফিজুর রহমান ওরফে আফের (৫৫) নামে এক কৃষকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আজ বুধবার (২ এপ্রিল) বিকেলে ধুনট থানায় এ মামলা দায়ের করা হয়। হাফিজুর রহমান আফের উপজেলার নিমগাছি ইউনিয়নের হটিয়ারপাড়া গ্রামের ভরসা আকন্দের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তোভোগী ওই নারীর (৪০) প্রথম স্বামীর মৃত্যুর পর ২০২২ সালের ২১ জানুয়ারি পারিবারিক ভাবে হাফিজুর রহমান আফেরের সাথে বিয়ে হয়। বিয়ের প্রায় এক বছর পর হাফিজুর স্ত্রীকে তালাক দিলে ওই নারী বাবার বাড়িতে ফিরে যান। এ অবস্থায় পুনরায় বিয়ের প্রলোভনে হাফিজুর সাবেক স্ত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে ২০২৪ সালের ৪ আগস্ট ভূয়া কাবিননামা তৈরি করে সাবেক স্ত্রীকে পুনরায় ঘরে তুলে নেয়। এরপর ঘর সংসার করার সময় হফিজুর স্ত্রীর কাছ থেকে কৌশলে ১৭ লাখ টাকা হাতিয়ে নিয়ে ২০২৪ সালের ১৯ জুলাই বাড়ি থেকে তাড়িয়ে দেয়।

এদিকে হাফিজুর ভুল স্বীকার করে পুনরায় ২২ ফেব্রুয়ারি সাবেক স্ত্রীকে ঘরে তুলে নিয়ে ধর্ষণ করে। মামলার আরজিতে উল্লেখ করা হয় ২০২৪ সালের ৪ আগস্ট থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত হাফিজুর ওই নারীকে একাধিক বার ধর্ষণ করেছে। ভুয়া কাবিননামা তৈরি করে শারীরিক সম্পর্কের বিষয়টি টের পায় ঐ নারী। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদি হয়ে গত ২০ মার্চ হাফিজুর রহমান আফেরের বিরুদ্ধে বগুড়া আদালতে ধর্ষণ মামলা দায়ের করে।

আরও পড়ুন

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আদালতের আদেশে থানায় ধর্ষণ মামলাটি রেকর্ড করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন : আলোচনায় এগিয়ে যারা

কুড়িগ্রামের নীলকুমর নদীর ওপর বাঁশের সাঁকো

বগুড়ায় হত্যা মামলার আসামি বাছেদ গ্রেফতার

সাক্ষরতার পাশাপাশি অক্ষরজ্ঞান ও পড়াশোনার দক্ষতা অর্জন করতে হবে : আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বগুড়ার ডিসি

পরিবেশবাদী সংগঠন তীর’র আয়োজনে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালন

রংপুরের সাবেক জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার দুর্নীতি তদন্তে দুদক