ভিডিও রবিবার, ১১ মে ২০২৫

বগুড়ার ধুনটে যমুনা নদীতে অষ্টমী তিথির স্নান উৎসবে পূণ্যার্থীদের ঢল

বগুড়ার ধুনটে যমুনা নদীতে অষ্টমী তিথির স্নান উৎসবে পূণ্যার্থীদের ঢল। ছবি: দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় প্রতি বছরের মতো এবারও দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে চৈত্র মাসের অষ্টমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের পূণ্যস্নান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৫ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান গ্রামের মন্দির ঘেঁষে যমুনা নদীর ঘাটে এই পূণ্যস্নান অনুষ্ঠিত হয়। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই দূর-দূরান্ত থেকে আসা সনাতন ধর্মাবলম্বী পূণ্যার্থীদের ঢল নামে।

কাজিপুর থেকে আসা নারায়ণ চক্রবর্ত্তী জানান, ‘প্রতি বছরের মত এবারও আমি এখানে পূণ্যস্নান করতে এসেছি। খুব ভালো লাগছে। এ পূণ্যস্নানের মাধ্যমে মায়ের কাছে নিজেদের পাপমোচনের জন্য প্রার্থনা করি। এ বছর পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে এনেছি।’

পূণ্যস্নান যমুনা নদীতে আয়োজক কমিটির সদস্য ফনেন্দ্র মন্ডল বলেন, দেশের নানা প্রান্ত থেকে এই উৎসবে যোগ দিতে হিন্দু ধর্মাবলম্বীরা আসেন। নিজেকে পাপ মুক্ত করতে এবং স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনের মঙ্গল কামনায় সনাতন ধর্মাবলম্বীরা এখানে আসেন।’

আরও পড়ুন

তিনি জানান, পূণ্যার্থীদের স্নান পরবর্তী পোশাক পরিবর্তনের জন্য নদীর কূলে দু’টি অস্থায়ী বুথ করা হয়েছে। পুজার জন্য প্রয়োজনীয় দই এর পসরা সাজিয়ে বসেছেন অনেকে। কোন ঝামেলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে পূণ্যস্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় দস্যুতা ও প্রতারণা মামলার আসামিসহ গ্রেফতার চার

বগুড়ার গাবতলীর পদ্মপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন দেশ সেরা

বগুড়ার দুপচাঁচিয়ায় ছাত্রলীগ সমর্থক সজিবের বিরুদ্ধে নাশকতা মামলা, জুলাই গেজেটে নাম প্রকাশ

নিষিদ্ধ হলো আওয়ামী লীগের কার্যক্রম

বগুড়ার শেরপুরে কৃষকের ভুট্টা লুটের অভিযোগ

সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি সূর্য দহনে পুড়ছে রাজশাহী