গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের পর চার লাখ মানুষ বাস্তুচ্যুত : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার পর থেকে গাজা উপত্যকায় প্রায় চার লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। বেসামরিক মানুষদের নিরাপত্তার জন্য কোনো উদ্যোগ নেয়নি ইসরায়েল এমনটাই জানিয়েছে জাতিসংঘ।
সোমবার (৭ এপ্রিল) জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের মানবিক সহকর্মীরা জানিয়েছেন, গাজাজুড়ে ইসরায়েলি হামলা অব্যাহতভাবে অব্যাহত রয়েছে, যার ফলে প্রতিদিন ব্যাপক বেসামরিক হতাহতের ঘটনা ঘটছে। গাজায় শিশুসহ অনেক মানুষ নিহত, আহত এবং সারাজীবনের জন্য পঙ্গু হচ্ছেন। তিনি আরো বলেন, গাজাজুড়ে বেঁচে থাকাদের বারবার বাস্তুচ্যুত করা হচ্ছে এবং এমন একটি সঙ্কুচিত স্থানে বসবাসে বাধ্য করা হচ্ছে যেখানে তাদের মৌলিক চাহিদা পূরণ করা অসম্ভব। সামগ্রিকভাবে, আমরা ধারণা করছি যে, যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে প্রায় চার লাখ মানুষ আবারও বাস্তুচ্যুত হয়েছেন। এটি গাজার সমস্ত ফিলিস্তিনির ১৮ শতাংশ।
ডুজারিক জোর দিয়ে আরো বলেন, তাদের নিরাপত্তা ও বেঁচে থাকার জন্য কোনো ব্যবস্থা করা হয়নি- দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের ওপর একটি দায়িত্ব বর্তায়। তিনি সতর্ক করে বলেন, গাজায় মানবিক সাহায্য প্রচেষ্টা ভেঙে পড়ছে। গাজার মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য মানবিক পণ্য ও সরঞ্জাম সরবরাহে সীমান্ত ক্রসিংগুলো অবিলম্বে পুনরায় চালু না করা হলে আমরা এটি বেশি দিন ধরে রাখতে পারব না।
আরও পড়ুনজাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিসের উদ্ধৃতি দিয়ে ডুজারিক জানান, গাজায় মানবিক সহায়তার প্রবেশাধিকার ইসরায়েল প্রত্যাখান করেছে। ভিডিওতে ধরা পড়া স্বাস্থ্যকর্মীদের ওপর ইসরায়েলের হত্যাকাণ্ড সম্পর্কে ডুজারিক বলেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ভিডিওটি সম্পর্কে খুব সচেতন এবং আমি মনে করি যারা এটি দেখেছেন তাদের মতো, এই ভিডিওটি দেখে তিনিও হতবাক। খবর : আনাদোলু এজেন্সি।
মন্তব্য করুন