ভিডিও রবিবার, ০৪ মে ২০২৫

বগুড়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

বগুড়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন, প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়ায় প্রতিবন্ধী কিশোরীকে (১৩) ধর্ষণের মামলায় আসামি নিপু মিয়াকে (৩২) যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। সেইসাথে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল নং-১ এর বিচারক মো. আনোয়ারুল হক এই মামলার রায় দেন। দন্ডাদেশপ্রাপ্ত আসামি নিপু মিয়া বগুড়ার সোনাতলা পৌর এলাকার কামারপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২০১৬ সালের ২২ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে ওই প্রতিবন্ধী কিশোরীকে ডেকে নিয়ে তার বাড়িতে যায় নিপু মিয়া। এরপর নিপু ওই প্রতিবন্ধী কিশোরীকে তার শয়ন ঘরের মধ্যে ধর্ষণ করে পালিয়ে যায়। ধর্ষণের শিকার ওই কিশোরী বাড়িতে আসলে তার পরনের কাপড়ে মাটি দেখে বাড়ির লোকজন ইশারায় তাকে জিজ্ঞাসা করলে সে ইশারায় ঘটনা জানায় এবং আসামির নাম ইশারায় বলে। এ ব্যাপারে ওই কিশোরীর দাদি সোনাতলা থানায় ধর্ষণের মামলাটি দায়ের করেন। সোনাতলা থানার এসআই মিনার আলী মামলাটি তদন্ত শেষে ওই আসামিকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আরও পড়ুন

মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. আলী আসগার এবং আসামি পক্ষে এড. মাসুদুর রহমান মাসুদ।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির গোলে জয়ে ফিরল মায়ামি

রুশ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক বিএনপি’র

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল শুনানি মঙ্গলবার

বিকেলে এলপিজি’র নতুন দাম ঘোষণা 

শাকিবের ‘তাণ্ডব’ সিনেমার সেটে স্টান্টম্যানের মৃত্যু

তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া : আপিল বিভাগে তথ্য দাখিল