বগুড়ায় পুলিশের ওপর হামলা, আহত দুই কর্মকর্তা

স্টাফ রিপোর্টার : বগুড়ায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। শহরের কালীতলা রাস্তার মোড়ে দুর্ঘটনাকবলিত একটি মোটরসাইকেল হেফাজতে নেওয়ার সময় এ হামলার শিকার হন তারা। আহত দুই পুলিশ কর্মকর্তা হলেন-শহরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুর রহমান ও সহকারী উপ-রিদর্শক আহমেদ আলী। এ ঘটনায় ৮-১০ জনের নাম উল্লেখসহ আরো ৪০-৫০ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ফুলবাড়ী ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আলমাস আলী সরকার জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরের কালীতলা রাস্তার মোড়ে কালী মন্দিরের সামনে দুর্ঘটনায় কবলিত একটি মোটরসাইকেল হেফাজতে নিতে গেলে হামলার শিকার হন ফুলবাড়ী ফাঁড়ির ওই দুই পুলিশ কর্মকর্তা। এর আগে সেখানে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক ও এক নারী আহত হন। পরে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি হেফাজতে নিতে গেলে সেখানে থাকা শহরের উত্তর চেলোপাড়ার সান্দার পট্টি এলাকার কিছু লোকজন বাধা দেন। এরপর কোন কিছু বোঝার আগেই তারা ওই দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালান। এসময় তাদের কিল-ঘুষি মেরে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে ওই হাসপাতালে নিয়ে যায়। এদিকে হামলাকারীরা দূর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি নিয়ে যায়।
বগুড়া সদর থানার ওসি এসএম মইনুদ্দিন জানান, আহত পুলিশ কর্মকর্তারা আশঙ্কা মুক্ত। তারা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় আট-দশ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪০-৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আহত উপ-পরিদর্শক আব্দুর রহমান নিজেই বাদি হয়ে এ মামলা দায়ের করেছেন। তিনি আরও বলেন, কয়েকজন হামলাকারীকে শনাক্ত করা গেছে। আসামিদের গ্রেফতারের অভিযান শুরু করা হয়েছে।
আরও পড়ুন
মন্তব্য করুন