ভিডিও শনিবার, ০৩ মে ২০২৫

বগুড়ার সারিয়াকান্দিতে কয়েকদিন আগের ঝড়ে স্পষ্ট হচ্ছে ফসলের ক্ষত

বগুড়ার সারিয়াকান্দিতে কয়েকদিন আগের ঝড়ে স্পষ্ট হচ্ছে ফসলের ক্ষত, ফাইল ছবি

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : কয়েকদিন আগে সারিয়াকান্দিতে বেশ ঝড়বৃষ্টি হয়েছে। এতে উপজেলার বেশকিছু এলাকার  ভুট্টার ফসলের ক্ষতি হয়েছে। লোন করে ফসলের আবাদ করে ফসল নষ্ট হওয়ায় কাঙ্খিত ফলন না পেয়ে দিশেহারা কৃষক। তবে উপজেলায় আগাম ভুট্টা ঘরে উঠেছে এবং পরিপক্ব ভুট্টা গাছ পড়ে গেলেও তেমন ক্ষতি হয়নি, শুধুমাত্র দেরিতে লাগানো কিছু ভুট্টা গাছের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিস।

উপজেলার সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামের কৃষক আছালত জামান। লেখাপড়া শেষ করে চাকরি না পেয়ে মনোযোগ দিয়েছেন কৃষিকাজে। বিভিন্ন সমিতি থেকে লোন নিয়ে বাঙালি নদীর ধারে ৮ বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছেন। ভুট্টার গাছগুলোতে ভুট্টা প্রায় পরিপক্ক হওয়া শুরু করেছে। এরই মধ্যে গত ১২ এপ্রিল রাতের ঝড়ের প্রবল বাতাসে তার সবগুলো জমির ভুট্টার গাছ মাটিতে নুয়ে পরেছে। এখন নুয়ে পরা গাছগুলোর বেশকিছু মরে যাচ্ছে। তাই নিরুপায় হয়ে তিনি ভুট্টার গাছ থেকে অপরিপক্ক ভুট্টার মোচা সংগ্রহ করছেন। এতে বিঘাপ্রতি তিনি যে কাঙ্খিত ফলন পেতেন তা থেকে বঞ্চিত হচ্ছেন। একই ইউনিয়নের ধাপগ্রামের কৃষক আবেদ আলীর ছেলে রফিকুল ইসলাম যমুনার ডাকুরিয়া নদীর চরে দেরিতে ভুট্টার আবাদ করেছিলেন। ওই দিনের ঝড়ে তার ভুট্টার গাছগুলো নুয়ে পরার পর গাছগুলোর বেশিরভাগই মরে গেছে। সেইসব গাছগুলোর ভুট্টার মোচা সবেমাত্র পরিপক্ক হওয়া শুরু করেছিল। এ চিত্র উপজেলার সদর, ফুলবাড়ী এবং কাজলা ইউনিয়নসহ প্রায় পুরো উপজেলার।

কৃষক আছালত জামান বলেন, ভুট্টার মোচাগুলো আর ১৫ থেকে ২০ দিন পর সংগ্রহ করলে মোটামুটি ভালো ফলন পাওয়া যেতো। ঝরে ভুট্টার গাছ নুয়ে পরায় বেশকিছু গাছ মরে যাচ্ছে, তাই অপরিপক্ক ভুট্টার মোচা জমি থেকে সংগ্রহ করা হচ্ছে। এতে বিঘাপ্রতি কাঙ্খিত ফলন পাব না। তাছাড়া যেসব ভুট্টার গাছ দেরিতে লাগানো হয়েছে, সেসব ভুট্টার গাছ একেবারেই নষ্ট হয়ে গেছে।

আরও পড়ুন

সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মাদ আলী জিন্নাহ দৈনিক করতোয়াকে বলেন, এ বছর এ উপজেলায় লক্ষ্যমাত্রা পেরিয়ে ৮ হাজার ৬৫০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৩০০ হেক্টর জমির ভুট্টা কর্তন হয়েছে। ঝড়ে পরে যাওয়া ভুট্টাগাছের বেশিরভাগই ভালো হয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। তবে কিছু ভুট্টার গাছ নষ্টও হয়েছে। এখনো ক্ষতির পরিমাণ হিসাব করা হয়নি। এ বিষয়ে কৃষি কর্মকর্তাগণ মাঠ জরিপের কাজ করছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে পাঁচ ম্যাচ সিরিজ খেলতে পৌঁছল নিউজিল্যান্ড

মাগুরার সাবেক কাউন্সিলর মীর বাবুকে কুপিয়ে জখম

মেসিকে নিয়ে এশিয়া ও আফ্রিকার তিন দেশ সফরে আসছে আর্জেন্টিনা

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে জুলাই গণহত্যার আসামিনের মনোনয়ন বাতিলের দাবি

ফুলশয্যার রাতেই বরের মৃত্যু, বাকরুদ্ধ নববধূ

নাফ নদী থেকে আটক ৪ রোহিঙ্গা জেলেকে ছেড়ে দিল আরাকান আর্মি