বগুড়ার শাজাহানপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আমরুল ইউনিয়নের সাগাটিয়া গ্রামে। আটককৃতদের ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেফতার করে আজ শনিবার (১৯ এপ্রিল) আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো-বগুড়ার ধুনট উপজেলার বিলচাপড়ী গ্রামের হরেন হাওলাদারের ছেলে লিটন হাওলাদার (৪০), শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের মালিপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে শামীম ওরফে চাঁন মিয়া (৩২) এবং নন্দীগ্রাম উপজেলার কলেজপাড়া গ্রামের সুরুজের ছেলে ইসমাইল রফিক ভটু (৩৮)।
স্থানীয়রা জানান, মাঝে মধ্যেই সাগাটিয়া ব্রিজের কাছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। এতে অতিষ্ট হয়ে দুস্কৃতিকারীদের আটক করতে উদ্যোগ নেন স্থানীয়রা। একপর্যায়ে গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তিনজনকে আটক করতে সক্ষম হন। পরে থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ আটককৃতদের থানায় নেয়।
আরও পড়ুনশাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানিয়েছেন, স্থানীয় জনতা কর্তৃক আটককৃত তিনজনকে ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন