ভিডিও মঙ্গলবার, ০৬ মে ২০২৫

গাইবান্ধার সাঘাটায় অজ্ঞান পার্টির খপ্পরে প্রাণ গেল অটোচালকের

গাইবান্ধার সাঘাটায় অজ্ঞান পার্টির খপ্পরে প্রাণ গেল অটোচালকের। প্রতীকী ছবি

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : যাত্রী সেজে টার্গেট করা হয় অটো বা ভ্যান চালকদের। চেতনানাশক মেশানো খাবার খাইয়ে বা নাকে ধরে অজ্ঞান করে সর্বস্ব হাতিয়ে নিয়ে রাস্তায় মৃত্যুর মুখে ফেলে চলে যায় অজ্ঞান পার্টির সদস্যরা। এমনি ঘাতক অজ্ঞান পার্টির নির্মম খপ্পরে পড়ে এভাবে প্রাণ হারালেন গাইবান্ধার সাঘাটায় ৯ম শ্রেণির ছাত্র অটোচালক হামীম রহমান জীবন (১৭)। নিহত জীবন গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ ধানঘরা গ্রামের আন্তাজ আলীর ছেলে।

সাঘাটা থানা সূত্রে জানা গেছে, গত রোববার রাত অনুমান ১২ টার দিকে পথচারী লোকজন বাদিয়াখালী-বোনারপাড়া সড়কে অজ্ঞাত যুবককে অচেতনাবস্থয় দেখতে পায়। পরে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে সংবাদ দিলে রাস্তা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে বোনারপাড়া সবুজ বাংলা জেনারেল হাসপাতালে নেয়া হয়।

সেখানে জীবনের অবস্থা আশঙ্কাজন দেখে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে হামীম রহমান জীবন এর পরিচয় নিশ্চিত হয় পুলিশ। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সে মারা যায়।

আরও পড়ুন

এঘটনায় হামীম রহমান জীবন এর বড় ভাই হামিদ বাদি হয়ে সাঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুপদ জানান, অজ্ঞান পার্টির সদস্যরা হয়তো যাত্রী সেজে গাইবান্ধার বাদিয়াখালী হতে বোনারপাড়ার উদ্দেশ্যে এসে পথিমধ্যে এ ঘটনা ঘটিয়েছে। আসামিদের শনাক্তসহ গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর আত্রাইয়ে মাদকসহ যুবক গ্রেফতার

বগুড়ায় শিশু ছালমা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

জয়পুরহাটের কালাইয়ে হত্যা মামলার সাক্ষি হওয়ায় ইউপি সদস্যের পা গুঁড়িয়ে দিল আসামিপক্ষ

বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার তিন

বগুড়ার নন্দীগ্রামে হালনাগাদে ভোটার বেড়ে এক লাখ ৬৫ হাজার, নতুন ৫৩৮৫ জন 

বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে বৈধ প্রার্থী ১১৭