চাঁপাইনবাবগঞ্জে আম সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে আম সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় সাড়ে ৩শ’ রফতানি আম চাষি এবং উদ্যোক্তা অংশ নেন। ম্যাংগো ডেভেলপমেন্ট ফোরাম নামে একটি সংগঠন আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। সম্মেলনে আম সংশ্লিষ্ট সমস্যা, সম্ভাবনা ও রফতানি পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি বলেন, চাঁপাইনবাবগঞ্জের আম দেশের গর্ব। এটি রফতানি আয়েরও উৎস হতে পারে। তবে তার জন্য প্রক্রিয়াজাতকরণ, নিরাপদ উৎপাদন, আধুনিক সংরক্ষণ ও পরিবহণ এবং আন্তর্জাতিক মানের প্যাকেজিং ব্যবস্থা থাকতে হবে। আম সংশ্লিষ্ট যে কোন ব্যাপারে জেলা প্রশাসন সহযোগিতা করবে।
শিবগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তৌফিক আজিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ, সম্মেলনের আহ্বায়ক শহীদুল হক হায়দারী, উদ্যোক্তা ও রফতানিকারক শামীম ইসমাইল খান শামীম সহ সংশ্লিষ্টরা।
আরও পড়ুনবক্তরা বলেন, কৃষক ও উদ্যোক্তারা একযাগে কাজ করে আম উন্নয়ন ও রফতানিতে ভূূমিকা বাড়াতে পারেন। সম্ভাবনার এই খাতে সমন্বিত প্রশিক্ষণ, অবকাঠামো এবং বাজার ব্যবস্থাপনা নিয়ে কাজ করেত হবে। এ জন্যই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে জড়িতদের অভিজ্ঞতা বিনিময় হবে।
মন্তব্য করুন