গভীর রাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতরে চেষ্টা; গ্রেপ্তার ৫

নিউজ ডেস্ক: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গভীর রাতে ডাকাতি চেষ্টার ঘটনায় বিভিন্ন ঢাকার এলাকা থেকে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চাঞ্চল্যকর ওই ঘটনার ভিডিও দেখে জড়িতদের শনাক্ত করা হয়। মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত বিশেষ অভিযানে ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় তিনটি দেশি ধারালো অস্ত্র।
গ্রেপ্তারকৃতরা হলেন– পটুয়াখালী জেলার ফজর আলীর ছেলে কামাল ওরফে সিএনজি কামাল, একই জেলার খলিল সরদারের ছেলে ইসমাঈল সরদার ও শাহ আলম মোল্লার ছেলে রাসেল মোল্লা এবং মাদারীপুর জেলার কাঞ্চন ব্যাপারীর ছেলে রমজান ব্যাপারী ও সারোয়ার হোসেনের ছেলে লিমন মাতিব্বত। তারা সবাই ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।
বুধবার (৭ মে) বিকালে নিজ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মুহাম্মদ সামছুল আলম সরকার। তিনি বলেন, ‘‘গ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত এবং ইতোপূর্বে তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি ডাকাতির মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’’
আরও পড়ুন
উল্লেখ্য, সোমবার রাত ২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাস্তা ব্লক করে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনায় ডাকাত চক্রের তৎপরতা ধরা পড়েছে গাড়ির ড্যাশ ক্যামেরায়। তবে, গাড়ি চালকের দক্ষতায় অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা। এ ঘটনার ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
ড্যাশক্যামের ভিডিও ফুটেজে দেখা যায়, সংঘবদ্ধ ডাকাত চক্রটি এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে গাছ-পালা ফেলে ব্লক করে রেখেছে। এসময় রাস্তা ধরে এগিয়ে গেলে ডাকাতের কবলে পড়ে গাড়িসহ যাত্রীরা। আশপাশ থেকে প্রথমে চার জন এবং পরে আরও দুই ডাকাত বের হয়ে দেশি অস্ত্র নিয়ে হামলা চালায়। তবে, এসময় ডাকাতের কবলে পড়া গাড়ির চালক পেছন দিকে গাড়ি টান দিয়ে চলে আসেন।
মন্তব্য করুন