ভিডিও শুক্রবার, ২৩ মে ২০২৫

নাটোরে গুলিসহ পিস্তল ও মোটরসাইকেল উদ্ধার

নাটোরে গুলিসহ পিস্তল ও মোটরসাইকেল উদ্ধার। প্রতীকী ছবি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরে বাগাতিপাড়ায় চেকপোস্ট বসিয়ে ২রাউন্ড গুলিসহ পিস্তল ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ১০ টা ৫০ মিনিটের দিকে বাগাতিপাড়া উপজেলার পকেট খালি পুলিশ ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাতে বাগাতিপাড়া মডেল থানার অন্তর্গত পকেট খালি ক্যাম্পে পুলিশের একটি টিম মোটরসাইকেল আরোহীদেরকে তল্লাশির জন্য সিগন্যাল দেয়। তারা (মোটরসাইকেল আরোহীরা) সিগন্যাল অমান্য করে সামনের দিকে এগিয়ে গেলে মোটরসাইকেলসহ পড়ে যায়।

এসময় মোটরসাইকেল না তুলেই দ্রুত পালিয়ে যাওয়ার সময় একজনের শরীর থেকে কাপড়ে মোড়ানো দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল মাটিতে পড়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিসহ পিস্তল এবং রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করে।

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার তদন্ত ওসি রেজাউল হাসান জানান, অজ্ঞাত ওই দুই ব্যক্তিকে ধরতে পুলিশের অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বিভাগেই বৃষ্টির আভাস

সব বিভাগেই বৃষ্টির আভাস

লন্ডনে সালমান এফ রহমানের ছেলে শায়ানের সম্পত্তি জব্দ

স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধহয় এদেশের ভাগ্য-আসিফ মাহমুদ

ড. ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পেল আসামি গ্রেপ্তারের ক্ষমতা