ভিডিও বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

নীলফামারীর কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতিসহ গ্রেফতার ৩

নীলফামারীর কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতিসহ গ্রেফতার ৩

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে কথিত সাংবাদিক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইউনিয়ন কমিটির সভাপতিসহ তিন নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

থানা সূত্র জানায়, যুবলীগ নেতাকে গ্রেফতারের সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলার আসামি আওলাদ। সে নিজেকে রাজধানী টিভির সাংবাদিক বলে পরিচয় দেয়। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গতকাল সোমবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে। সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন শাখার সভাপতি। সে গদা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

অপরদিকে একই মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গাড়াগ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক চয়ন মিয়াকে গত রোববার রাতে গ্রেফতার করা হয়। সে গাড়াগ্রাম ইউনিয়নের গণেশ গ্রামের সুজা মিয়ার ছেলে।

আরও পড়ুন

এদিকে বড়ভিটা ইউনিয়ন বিএনপি অফিস ভাঙচুর ঘটনার মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপজেলা শাখার সহ-সভাপতি জামিনুর রহমান চৌধুরীকে গত রোববার রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি মাগুড়া ইউনিয়নের দক্ষিণ সিঙ্গেরগাড়ী গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও বিএনপি অফিস ভাঙচুর মামলার আসামি। গ্রেফতারকৃতদের আসামিদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতেই হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

নওগাঁর খোলা বাজারে বিক্রি হচ্ছে ইউক্যালিপটাস গাছের চারা

দিনাজপুরের নবাবগঞ্জে বিষ্ফোরক মামলায় আ’লীগনেতা শাহ আলম গ্রেফতার

পঞ্চগড়ের বোদার শহীদুল গোখরা সাপের বাচ্চা ফোটায়ে ছাড়লেন জঙ্গলে

বগুড়ায় আনারুল হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

বগুড়া শহরে আগুনে পুড়ে নারীর মৃত্যু