বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় আ‘লীগ দুই নেতা গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলায় দুই আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার ভবানীপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য ঘোগা উত্তরপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে শামিম রেজা (৩৫) ও বিশালপুর ইউনিয়ন শাখার সাবেক সদস্য নাগরপাড়া গ্রামের মৃত ভাদু চন্দ্র সরকারের ছেলে নির্মল চন্দ্র সরকার (৪৮)।
শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলা এলাকা থেকে শামিমকে গ্রেফতার করে। অপরদিকে পুলিশের অপর এক অভিযানে বিশালপুর বাজার এলাকা থেকে নির্মল চন্দ্র সরকারকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনতাদেরকে হত্যা চেষ্টা, হামলা, ভাংচুর ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার করা হয়। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেফতাকৃত ২ আওয়ামীলীগ নেতাকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আদালতের নিকট সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন