ভিডিও শুক্রবার, ১৬ মে ২০২৫

মিরসরাই ও সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

মিরসরাই ও সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিউজ ডেস্ক:  মিরসরাই ও সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। 

বুধবার (১৪ মে) রাত ও বৃহস্পতিবার (১৫ মে) সকালে মিরসরাই-নারায়নহাট সড়ক এবং সীতাকুণ্ডের কলাবাড়িয়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- মোহাম্মদ রফিক (৩৫) ও আবুল হোসেন (৬৫)। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে মিরসরাই-নারায়নহাট সড়কের ছয়বাড়িয়া এলাকায় মুরগিবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে একজন নিহত ও তিনজন আহত হন।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ শাফায়াত হোসেন বলেন, পাহাড়ের অনেক ঢালুতে পিকআপ পড়ে একজন মারা গেছেন। আহত তিনজনকে প্রথমে উপজেলা সদরের সেবা ও মাতৃকা হাসপাতালে পাঠানো হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিকে মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন


এছাড়া সীতাকুণ্ডের কলাবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপের ধাক্কায় আবুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কলাবাড়ীয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পূর্ব লালানগর গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেনসহ তিনজন মিলে উপজেলার ছোট দারগারো হাট বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় তারা সড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি পিকআপ তাদেরকে ধাক্কা দেয়। এতে আবুল হোসেনসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিরা চিকিৎসাধীন রয়েছেন।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, সকাল সাতটার দিকে সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। ঘাতক পিকআপটিকে আটক করা হয়েছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম কারাগারে কেএনএফ সদস্যের মৃত্যু

স্ত্রীসহ সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

মিমের অন্যরকম সময়

ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ-বিক্রি নিষিদ্ধ

বগুড়া ডায়াবেটিক হাসপাতালে আ’লীগ নেতার রুমে তালা