বগুড়ার কাহালুতে গভীর রাতে কৃষকের ৩টি গরু চুরি

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালুতে গভীর রাতে মিজানুর রহমান (৪৫) নামের এক কৃষকের গোয়ালঘর থেকে ৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাত ২টার দিকে উপজেলার জামগ্রাম ইউনিয়নের নিমারপাড়া গ্রামে।
জানা গেছে, ওই দিন রাতে নিমারপাড়া গ্রামের মিজানুর রহমানের বাড়ির প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে গোয়াল তালা ভেঙে প্রায় ৬ লাখ টাকা মূল্যের বিদেশি জাতের একটি গাভী, একটি ষাঁড় ও একটি বকনা গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। গরুগুলো চুরির পর তা পিকআপ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে ভুক্তভোগী কৃষক কাহালু থানায় লিখিত অভিযোগ করেছেন।
আরও পড়ুনমন্তব্য করুন