ভিডিও রবিবার, ১৮ মে ২০২৫

চাঁদপুরে পরিবারের সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

চাঁদপুরে পরিবারের সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

নিউজ ডেস্ক:  সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার ভাটিয়ালপুর গ্রামে ইয়াসিন হোসেন সোহান (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।


শনিবার (১৭ মে) রাতে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন ওই গ্রামের জসীম উদ্দিনের ছেলে।

মৃতের পরিবারের বরাতে স্থানীয় বাসিন্দা মো. গোফরান মিয়া বলেন, ‘‘ইয়াসিন চার ভাই-বোনের মধ্য বড়। তার বাবা অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। কয়েক মাস আগে তার মায়ের শরীরে ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসার খরচ মেটাতে আর্থিক অনটনে ভুগতে থাকে তারা। শনিবার বিকেলে সে ঘরের দরজা আটকে ঘুমিয়ে পড়েন। রাত ৯টা দিকে দরজা না খোলাতে পরিবারের অন্য সদস্যরা ডাকাডাকি করতে থাকে। একপর্যায়ে দরজার লক ভেঙে ভেতরে প্রবেশ করে দেখে, সিলিং ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে ইয়াসিন।’’

আরও পড়ুন

এর আগে ইয়াসিন ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, ‘আমার মা-বাবা হয়তো আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। কীভাবে ক্ষমা করবে বলেন! আমি যে তাদের স্বার্থপর ছেলে। আমার জায়গায় যদি একটা মেয়ে জন্মাইত তাইলেই হয়তো তাদের এই দুর্দিন দেখতে হইতো না।’

ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুব আলম বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিবারের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন তিনি। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে সংঘর্ষে ৫ জন আহত

বগুড়া পৌরসভার প্রকৌশল বিভাগের ভুলের কারণে শহরের সাতমাথা জলবন্দি

নিখোঁজের স্থান থেকে ৫০০ গজ উত্তরে উদ্ধার হলো কিশোরের মরদেহ

সাত কলেজে নতুন প্রশাসক, প্রধান দপ্তর ঢাকা কলেজে

চাঁপাইনবাবগঞ্জে মাত্র ১৫৫ পাওনা টাকার জন্য হত্যা, যুবকের যাবজ্জীবন

বাড়ি নিয়ে আইনি জটিলতায় মিঠুন চক্রবর্তী