ভিডিও বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামের বাইরে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী গুলিতে নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামের বাইরে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী গুলিতে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুরুষ এবং একজন নারী। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। সিবিএসের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২১ মে) রাত ৯টা ৫ মিনিটের দিকে শহরের ব্যস্ত এলাকা তৃতীয় ও এফ স্ট্রিট নর্থওয়েস্টে এই হামলা হয়, যেখানে অনেক সরকারি ভবন, জাদুঘর এবং এফবিআইয়ের ফিল্ড অফিস অবস্থিত।

সূত্র জানায়, ওই সময় ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামে একটি অনুষ্ঠানে অংশ নিচ্ছিলেন ইসরায়েলি দূতাবাসের একাধিক কর্মী। অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় খুব কাছ থেকে গুলি চালানো হয় ওই দুইজনের ওপর। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টি নোয়েম এক্সে বলেন, “ওয়াশিংটন ডিসিতে ইহুদি জাদুঘরের কাছে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী নির্মমভাবে নিহত হয়েছেন। আমরা এই নৃশংস হামলাকারীকে বিচারের আওতায় আনব।”

ইসরায়েলের জাতিসংঘ দূত ড্যানি ড্যানন একে “ইহুদি-বিদ্বেষমূলক সন্ত্রাস” বলে অভিহিত করে বলেন, “রাজনীতিক এবং ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে হামলা লাল রেখা অতিক্রম করার সামিল। আমরা বিশ্বাস করি, যুক্তরাষ্ট্র এই অপরাধীদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেবে।”এই হামলার পর পুরো এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে এবং আশপাশের বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এখনও নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র তাল নাইম কোহেন জানান, “আমরা স্থানীয় ও ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি পূর্ণ আস্থা রাখছি। আমরা আশাবাদী তারা দ্রুত হামলাকারীকে গ্রেপ্তার করবে এবং ইসরায়েলের প্রতিনিধি ও যুক্তরাষ্ট্রজুড়ে ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবে।”সিবিএস সূত্রে জানা গেছে, হামলাকারী একজন দাড়িওয়ালা পুরুষ, পরনে ছিল নীল জিন্স এবং নীল জ্যাকেট। তার সন্ধানে তল্লাশি চলছে।

এই ঘটনার কারণে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ক্যাপিটাল ক্যাম্পাস লকডাউন করে দেওয়া হয়। এক শিক্ষার্থী জানিয়েছেন, “আমরা যখন বের হওয়ার চেষ্টা করি, পুলিশ ও নিরাপত্তাকর্মীরা আমাদের থামান এবং বলেন, এখন বাইরে যাওয়া যাবে না। তারা এখনও আমাদের ভবনের ভেতরেই থাকতে বলছেন।”

আরও পড়ুন

আমেরিকান জিউইশ কমিটির প্রধান টেড ডয়েচ জানান, এই জাদুঘরেই তাদের সংগঠনের একটি অনুষ্ঠান চলছিল। তিনি বলেন, “আমরা গভীরভাবে মর্মাহত যে এমন এক নৃশংস সহিংসতা আমাদের আয়োজিত অনুষ্ঠানের বাইরে ঘটেছে। বর্তমানে আমাদের মনোযোগ শুধুই ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারের প্রতি।”

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি একে “ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা” বলে উল্লেখ করেছেন এবং বলেছেন, “আজকের সকালে ইসরায়েলবাসী এমন এক দুঃস্বপ্নের খবর নিয়ে জেগেছে।”ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামের নির্বাহী পরিচালক বিট্রিস গারউইটজ জানান, সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন ইহুদি প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা হুমকি বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, “সম্প্রতি আমরা একটি নিরাপত্তা অনুদান পেয়েছি, কারণ আমরা একটি এলজিবিটি প্রাইড বিষয়ক প্রদর্শনী চালু করেছি, যা নিয়েও নিরাপত্তা উদ্বেগ ছিল।”

তিনি আরও বলেন, “আমরা এমন একটি পরিবেশ নিশ্চিত করতে চাই, যেখানে সবাই নিরাপদে আসতে পারেন এবং নিজেদের গল্প খুঁজে পান।” খবর বিবিসির।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড় সীমান্তে ১৩ শিশুসহ ২১ জনকে পুশইন

৬ দিনের রিমান্ডে মমতাজ

মোস্তাফিজদের বিদায় করে প্লে-অফে মুম্বাই

উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে : মির্জা ফখরুল

জয়পুরহাটে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রতিদিনই যুদ্ধাপরাধ করছে ইসরায়েল : দেশটির সাবেক প্রধানমন্ত্রী