মিরসরাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য সুমন আটক

নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারে অর্থনৈতিক অঞ্চল প্রবেশ মুখে প্রাইভেট কার তল্লাশি করে নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মোহাম্মদ সাইদুল হক সুমনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ মে) রাত ১১টায় তাকে আটক করা হয়।
সাইদুল হক মিরসরাই উপজেলার ৬ নম্বর ইছাখালী ৬ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামের আমিনুল হকের ছেলে।
আরও পড়ুনমিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অর্থনৈতিক অঞ্চল প্রবেশ মুখে বড়তাকিয়া বাজার থেকে প্রাইভেটকার তল্লাশি করে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
মন্তব্য করুন