ভিডিও শুক্রবার, ২৩ মে ২০২৫

রায়পুরে ট্রাকচাপায় এক তরুণ নিহত

রায়হান হোসেন সুজন

লক্ষ্মীপুরে রায়পুর উপজেলায় ট্রাকচাপায় রায়হান হোসেন সুজন নামে এক তরুণ নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ মে) সকালে উপজেলার ৫ নম্বর চরপাতা ইউনিয়নের চৌধুরীর পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সর্দার বাড়ির বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানা, সকালে মোটরসাইকেল নিয়ে বের হয় রায়হান। চৌধুরীর পোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছিল। কিন্তু চাঁদপুর পৌঁছানোর আগেই রায়হানের মৃত্যু হয়।

রায়হানের মৃত্যুর খবরে পরিবারে নেমে আসে শোকের ছায়া। কান্নাজড়িত কণ্ঠে তার মা বলেন, আমার ছেলে সকালে বেরিয়ে গেল, আর ফিরবে না-এটা ভাবতেই পারছি না। ওর তো জীবন শুরুই হলো না।

বাবা সিরাজুল ইসলাম বলেন, আমার ছেলেটা খুব ভদ্র ছিল। সামনে ওর অনেক স্বপ্ন ছিল। সব শেষ হয়ে গেল।

আরও পড়ুন

দুর্ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটিতে স্পিড ব্রেকার না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। শহিদুল ইসলাম নামে এক স্থানীয় বলেন, ট্রাকগুলো ভয়ংকর গতিতে চলে। অনেকবার বলেছি প্রশাসনকে, কেউ শোনে না।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাকটি আটক করা না গেলেও চালককে চিকিৎসাধীন অবস্থায় আটক করা হয়েছে। ট্রাকটি আটক করতে অভিযান চলছে।

সড়ক দুর্ঘটনার এমন মর্মান্তিক ঘটনার পর স্থানীয় সচেতন মহল দুর্ঘটনাপ্রবণ এলাকায় স্পিড ব্রেকার, সাইনবোর্ড ও ট্রাফিক নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। তাদের মতে, নিরাপদ সড়কের দাবি বারবার উঠলেও কার্যকর পদক্ষেপ না থাকায় প্রতিদিনই অকালে ঝরছে প্রাণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধহয় এদেশের ভাগ্য-আসিফ মাহমুদ

ড. ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পেল আসামি গ্রেপ্তারের ক্ষমতা

আমার র‍্যাম্প এখন ঢাকা শহরের রাস্তাঘাট: পিয়া জান্নাতুল

কুমিল্লায় দুর্বৃত্তের হামলায় নিহত যুবলীগ নেতা

শ্রীদেবীকে মনে করালেন জাহ্নবী