সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বৃহত্তর পাঁচটি হাটের রাস্তার বেহাল দশা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী, চান্দাইকোনা, পাঙ্গাসী, সলঙ্গা ও মালতিনগর বাজারের সামান্য বৃষ্টি হলে ৫টি হাটবাজারে বেহাল দশা দেখা দেয়। হাটের রাস্তা ও পানি নিস্কাশনের ড্রেনেস গুলো দীর্ঘদিন সংস্কার না করায় এ দুর্ভোগ সৃষ্টি হয়। এতে হাট বাজারে আগত জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। হাটে আগত ক্রেতা সাধারণ ও ব্যবসায়ীরা হাট-বাজারের রাস্তা ও ড্রেনেস ব্যবস্থা মেরামতের দাবি জানিয়েছেন।
জানা যায়, উপজেলার সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয় এই ৫ টি হাট বাজার বাজার থেকে। প্রতি বছরের সরকারি ভাবে হাট-বাজারের ইজারা মূল্য পর্যায়ক্রমে বৃদ্ধি হয়। এতে সরকারি ভাবে রাজস্ব আদায় হলোও জনসাধারণের চলাচলের জন্য হাট বাজারে সংস্কারের কাজ হয় নামমাত্র। উপজেলার নিমগাছী বাজারের ব্যবসায়ী রেজাউল করিম রেজা বলেন, বাজারের ড্রেনেস ব্যবস্থা ভালো না থাকায় বৃষ্টি হলেই পানি জমে যায়। তাতে বাজারে আগত জনসাধারণের চলাচলা খুবই কষ্ট কর হয়।
চান্দাইকোনা বাজারের সার কীটনাশক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ও বীজ ব্যবসায়ী পলাশ দত্ত বলেন, আমাদের এই চান্দাইকোনা হাট বাজার হলো খুবই পুরাতন বন্দর ও শিল্প ব্যানিজিক এলাকায় পরিচিত। অথচ এই হাট-বাজারে প্রতি বছরের ইজারা মূল্য অনেক বেশি হয়। কিন্তু হাট-বাজার সংস্কারের তেমন কোন উদ্যোগ দেখা যায় না। যতটুকু কাজ হয়েছে তাও চোখে পড়ার মত না। যার ফলে সামান্য বৃষ্টি হলে হাটের রাস্তায় রাস্তায় পানি জমে কাঁদায় পরিণত হয়।
এতে জনসাধারণের চলাচল করতে খুবই সমস্যা হয়। এদিকে হাট-বাজারের ক্রেতা সাধারণ দিন দিন ক্রমে যাচ্ছে। তাতে আমারা ব্যবসায়ীরা অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। পাঙ্গাসী ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয় গণমাধ্যম কর্মী রেজাউল করিম এবং মোকাদ্দেস অভিযোগ তুলে বলেন, উপজেলা থেকে একমাত্র পথ হলো এই পুরাতন হাটপাঙ্গাসী হাটের সংলগ্ন রাস্তা। অথচ এ হাটে কোন তেমন কোন উন্নয়ন বা মেরামত কাজ হয়নি।
আরও পড়ুনপ্রতিনিয়ত ব্যবসায়ী ও পথচারীদের অভিযোগের শেষ নেই। কারণ বৃষ্টি হলে রাস্তায় হাটু পানি জমে যায়। শুস্ক মৌসুমে রাস্তায় গর্ত থাকায় মানুষের চলাচলে চরম কষ্ট পোহাতে হয়। বিশেষ করে হাট সংলগ্ন আঞ্চলিক পাঙ্গাসী সড়কের অবস্থায় বেহাল দশা। দ্রুত এই সড়ক ও পাঙ্গাসী হাট বাজারের মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এদিকে একই উপজেলা মালতিনগর বাজারের চিত্র একই।
নিমগাছী বাজার হতে সলঙ্গা পাকা সড়কের সংলগ্নে মালতিনগর বাজার এলাকায় বৃষ্টি হলেই পানি জমে থাকে সপ্তাহ জুড়ে। যে কারণে জনসাধারনের চলাচলে খুবই কষ্টকর হয়ে পড়েছে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ন কবির জানান, হাটের তথ্যচিত্র গুলো আমাকে দেন আমি প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করবো।
মন্তব্য করুন