ভিডিও বুধবার, ৩০ জুলাই ২০২৫

ভারতে ভারি বর্ষণে আকস্মিক বন্যা ও ভূমিধস;  ৩০ জনের মৃত্যু

ভারতে ভারি বর্ষণে আকস্মিক বন্যা ও ভূমিধস;  ৩০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসাম, অরুণাচল, মেঘালয়, মণিপুর ও মিজোরামে গত দুই দিন ধরে চলা ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে।

কর্মকর্তারা রবিবার (১ জুন) এ তথ্য জানিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।


ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আসামের ১২টি জেলার অন্তত ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, আসামে ৮ জন এবং অরুণাচল প্রদেশে ৯ জন মারা গেছেন। তাদের অনেকেই ভূমিধসের কারণে মারা গেছেন।

রাজ্য সরকার জানিয়েছে, মিজোরামে ভূমিধসে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, মেঘালয়ে ৬ জন এবং নাগাল্যান্ড ও ত্রিপুরা রাজ্যে কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

গত তিন দিন ধরে অবিরাম বৃষ্টিপাতের পর এই অঞ্চলের বেশ কয়েকটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে নদীর পানি ফুলে ফেঁপে উঠেছে।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা মণিপুর রাজ্যজুড়ে ব্যাপক উদ্ধার অভিযানে শত শত মানুষকে উদ্ধার করেছে।

শনিবার সেনাবাহিনী জানিয়েছে, মানুষকে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে। খাদ্য, পানি এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের শুল্কবিষয়ক বৈঠক

বগুড়ার সোনাতলায় বাঙালি পাড়ের মানুষের পারাপারে শেষ সম্বল ডিঙি নৌকা

জয়পুরহাটের আক্কেলপুরে বড় বোনের অপরাধে দুই বছর গৃহবন্দী ছোট বোন

দিনাজপুরের বিরামপুরে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

রংপুরে হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদন্ড

প্রবীণ নেতাকে অপমান করায় বাগাতিপাড়া তোলপাড়