ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করায় জামায়াত আমিরের সন্তোষ প্রকাশ

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

আজ শুক্রবার (৬ জুন) দলটির পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে এই প্রতিক্রিয়া জানায়।

বিবৃতিতে জামায়াত আমির বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণে বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে।’ তার এই ঘোষণায় জাতি আশ্বস্ত হয়েছে এবং ঘোষিত সময়সীমার মধ্যেই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জাতি আশা প্রকাশ করছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, জাতির তীব্র আকাঙ্ক্ষা— সংস্কার, বিচার ও নির্বাচন—এই তিনটি বিষয়ের ভিত্তিতে এবং ‘জুলাই সনদ’ প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সক্ষম হবেন।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। তিনি বলেছেন, নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নান্দাইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রেফ্রিজারেটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

বগুড়ায় ২৪শ’ পিস ইয়াবা উদ্ধার দুই নারীসহ তিনজন গ্রেফতার

এনবিআরের ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি

তুলির আঁচড়ে দৃষ্টিনন্দন করে তুলতে মন্ডপ-কারখানায় ব্যস্ত শিল্পীরা

এশিয়া কাপ: বাঁচা-মরার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ