ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

বস্তায় ভরে শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ মাদ্রাসাশিক্ষক কারাগারে

বস্তায় ভরে শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ মাদ্রাসাশিক্ষক কারাগারে

গাজীপুরের কালীগঞ্জে মাদ্রাসায় শিশুশিক্ষার্থীকে বস্তাবন্দি করে নির্যাতনের অভিযোগে শিক্ষক জাকারিয়া শেখকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

আজ রবিবার (২৯ জুন) ওই শিক্ষককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

এর আগে বুধবার (২৫ জুন) উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামের ওই মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার শিক্ষক হাফেজ জাকারিয়া শেখ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে।

আরও পড়ুন

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামের ‘নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা’র নূরানী বিভাগের শিক্ষার্থী আবুবকর সিদ্দিক (৮) ওই মাদ্রাসার শিক্ষক জাকারিয়া শেখের অধীনে পড়াশোনা করতো। শুক্রবার বিকালে ছুটি চাওয়ায় শিক্ষক জাকারিয়া ক্ষিপ্ত হয়ে শিশু আবু বকরকে বেধড়ক মারধর করেন। এরপর রাতে তাকে পা থেকে কোমর পর্যন্ত একটি প্লাস্টিকের বস্তায় ভরে বন্দি করে রাখেন। এ খবর ছড়িয়ে পড়লে রাতেই মাদ্রাসার শিক্ষার্থীসহ এলাকাবাসী উত্তেজিত হয়ে মাদ্রাসা এলাকায় ভিড় জমান। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষক জাকারিয়াকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই শিশুর বাবা মোশারফ শেখ বাদী হয়ে শিক্ষক জাকারিয়া শেখের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

রবিবার শিক্ষক জাকারিয়া শেখকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী- ছাত্রদল প্রার্থী হামীম

‘পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম’-আবিদুল ইসলাম খান

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০, উমামা ৫৪৭

অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদ ১৪১

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, ফল ঘোষণায় বিলম্ব