ভিডিও বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

শাকিব বিতর্কে যা বললেন জাহিদ হাসান

শাকিব বিতর্কে যা বললেন জাহিদ হাসান, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : শাকিবের নামের আগে ‘মেগাস্টার’ উপাধি নিয়ে কথা বলেছিলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। অনেকে তা কটাক্ষের চোখে দেখেছেন। তবে অভিনেতা জাহিদ হাসান দাবি করলেন বিষয়টি তিনি যেভাবে বলতে চেয়েছেন সেভাবে কথাটি উঠে আসেনি।

এবারের ঈদে প্রেক্ষাগৃহে জাহিদ হাসানের ‘উৎসব’ সিনেমাটি দারুণ ব্যবসা করছে। এমনকি মুক্তির চতুর্থ সপ্তাহে এসে ছবিটি প্রদর্শনী ও আয়ের দিক থেকে ছাড়িয়ে গেছে শাকিব খানের তাণ্ডবকেও। ২৬ বছর ধরে ঢালিউড সিনেমায় অভিনয় করছেন শাকিব খান। বহু সুপারহিট সিনেমা উপহার দিয়ে ইন্ডাস্ট্রিতে শক্ত জায়গা তৈরি করে নিয়েছেন। দেশে-বিদেশে অসংখ্য ভক্ত। এমনকি ভক্তরা তাকে ভালোবেসে কখনো কিং খান, সুপারস্টার, নবাব— বিভিন্ন খেতাব দিয়েছেন। ইদানীং দেখা যায়, শাকিব খানের নামের আগে ব্যবহার করা হয় মেগাস্টার শব্দটি। তবে এ তারকার নামের আগে এই শব্দচয়ন নিয়ে আপত্তি জানান জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। শাকিব খানের নামের আগে ‘মেগাস্টার’ উপাধি নিয়েই প্রশ্ন তোলেন তিনি।

তবে জাহিদ হাসানের এমন মন্তব্যে খেপেছেন শাকিবভক্তরা। যাদের শাকিবিয়ান হিসেবেও ডাকা হয়। সোশ্যাল মিডিয়ায় জাহিদ হাসানকে নিয়ে কটাক্ষও করতে দেখা যায় অনেককে। চলে ব্যাপক আলোচনা-সমালোচনা। অবশেষে সেই প্রসঙ্গে আবারও কথা বলেছেন জাহিদ হাসান। শাকিবভক্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অভিনেতা বলেন, ‘আমি তাদের আবেগকে সম্মান করি। যারা তার ভক্ত-অনুসারী, তারা যে মন খারাপ করেছে, এটি এক ধরনের ইতিবাচক। কিন্তু তারা বিষয়টি বুঝতে পারলে শাকিব খান আরো বড় হতো বলে আমি বিশ্বাস করি। কারণ তারা তো শাকিবকে ভালোবাসে, আমরাও ভালোবাসি। আমি কি বোঝাতে পেরেছি, এটাও যেন ভুলভাবে ব্যাখ্যা না হয়।’

আরও পড়ুন

অভিনেতা বলেন, ‘আমি যেভাবে বলতে চাচ্ছিলাম, সেভাবে হয়তো বোঝাতে পারিনি। আমি চিন্তা করছিলাম যে নিজেই যখন একটা মানুষ বড় হয়ে যায়, তার সামনে অন্য কোনো বিশেষণ লাগে না। যেমন-টম ক্রুজ, শাহরুখ খান, সালমান খান বা ম্যারাডোনা, তাদের নামের আগে কি অন্য কিছু দেওয়ার দরকার আছে?’ জাহিদ হাসান আরো বলেন, ‘তাদের নামের আগে তো কিছু লাগে না। তাদের নামই যথেষ্ট। আমি সেটিই বোঝাতে গিয়ে মানুষ কষ্ট পেয়েছে। আমি বলতে চাই যে আমাদেরই তো মানুষ। কাউকে ছোট করে কেউ বড় হবে, সেটা কখনো কেউ হতে পারে না। আমি কাউকে ছোট করতে চাইয়ো না।, পাগল নাকি (হাসতে হাসতে)। আমি নিজেই মানুষটা অনেক ছোট।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামাক পণ্যের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে এক দোকানির জরিমানা

কুড়িগ্রামের রৌমারীতে অপরিকল্পিত ব্র্রিজ নির্মাণ ১২ গ্রামের মানুষের চরম ভোগান্তি 

বর্ষার দিনে মেকআপে চাই স্নিগ্ধতা আর স্থায়িত্ব

যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অভিযান চালিয়ে আটটি ড্রেজার মেশিন ধ্বংস, লাখ টাকা জরিমানা

‘ডাকাতিয়া’র পর ‘লিডার’ নিয়ে ভীষণ প্রত্যাশা তাসনুভা তিশা’র

মাধবপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু