ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

জুলাই স্মরণে ‘আইডিয়া প্রতিযোগিতা’ করবে সরকার

ছবি : সংগৃহীত,জুলাই স্মরণে ‘আইডিয়া প্রতিযোগিতা’ করবে সরকার

২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে দেশব্যাপী তরুণদের অংশগ্রহণে ‘আইডিয়া প্রতিযোগিতা’ আয়োজন করছে স্থানীয় সরকার বিভাগ। মঙ্গলবার (৮ জুলাই) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়—তরুণদের উদ্ভাবনী ভাবনা ও অংশগ্রহণের মাধ্যমে জেলা পর্যায়ে এই ঐতিহাসিক ঘটনা স্মরণে কার্যক্রম বাস্তবায়ন করা এই প্রতিযোগিতার উদ্দেশ্য। প্রতিটি জেলার নির্বাচিত আইডিয়া স্থানীয় জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হবে।

‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে—১৫ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণী; স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় বা যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী; যুব ক্লাব, ডিবেট, স্কাউট, রোভার ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য অথবা যেকোনো তরুণ-তরুণী; এককভাবে অথবা সর্বোচ্চ ৩ জনের দলে অংশগ্রহণ করা যাবে (দলে একজন নারী সদস্য বাধ্যতামূলক)।

আইডিয়া জমা দেওয়ার কাঠামো—১–২ পৃষ্ঠার ধারণাপত্র (বাংলা বা ইংরেজি), যাতে অন্তর্ভুক্ত থাকবে; আইডিয়ার শিরোনাম; বিবরণ (স্থান উল্লেখসহ) ও উদ্দেশ্য; বাস্তবায়ন পরিকল্পনা; আনুমানিক বাজেট (সর্বোচ্চ ১০ লক্ষ টাকা); প্রত্যাশিত প্রভাব; প্রেরকের নাম ও যোগাযোগের তথ্য

জমাদানের নিয়মাবলি—

আরও পড়ুন

নিজ জেলার জেলা পরিষদ বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ১০ জুলাই পর্যন্ত জমা দেওয়া যাবে। পাশাপাশি জেলা পরিষদের সঙ্গে যোগাযোগ করে ইমেইলেও জমা দেওয়া যাবে।

সম্ভাব্য আইডিয়ার উদাহরণ—দেয়ালচিত্র, পথনাটক বা মঞ্চনাটক, প্রদর্শনী, ওয়ার্কশপ ও গণসচেতনতা অভিযান বা যেকোনো উদ্ভাবনী ধারণা

নির্বাচিত প্রতিটি আইডিয়া সংশ্লিষ্ট জেলার জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়ন হবে।


জেলা পরিষদ প্রতিযোগিতায় জয়ী ব্যক্তি বা দলের সঙ্গে সমন্বয় করবে এবং সব আর্থিক লেনদেন জেলা পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচিত হলে সকল সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের

টিকটকে পরিচয়, ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ব্ল্যাকমেইলে শারীরিক সম্পর্ক ও অর্থ আদায়

নাটোরের সিংড়ায় মৌসুমি ফল উৎসব

রাঙ্গুনিয়ায় বন্যহাতির আক্রমণে নিহত ১

বগুড়ায় সরকারি আ. হক কলেজের সামনে দু’টি রেলগেট নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আফগানিস্তানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি