ভিডিও বুধবার, ০৯ জুলাই ২০২৫

টিকটকে পরিচয়, ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ব্ল্যাকমেইলে শারীরিক সম্পর্ক ও অর্থ আদায়

টিকটকে পরিচয়, ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ব্ল্যাকমেইলে শারীরিক সম্পর্ক ও অর্থ আদায়

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে ব্ল্যাকমেইলের মাধ্যমে এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন এবং অর্থ আদায়ের অভিযোগে মো. শোয়াইব (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।  

আজ মঙ্গলবার (৮ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার রাজধানীর শাহজাহানপুর থানার মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার  করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

 

আরও পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে অভিযুক্ত শোয়াইবের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে ইমো অ্যাপে তাদের মধ্যে নিয়মিত কথাবার্তা চলতে থাকে।  

কথোপকথনের একপর্যায়ে শোয়াইব ভিডিও কলের মাধ্যমে ভুক্তভোগীর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও নেন। পরে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং ব্ল্যাকমেইল করে আট লাখ টাকা আদায় করেন।

জসীম উদ্দিন খান জানান, পরে আরও অর্থ দাবি করলে এবং ভুক্তভোগী তা দিতে অস্বীকৃতি জানালে, অভিযুক্ত শোয়াইব ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেন। ঘটনার পর ভুক্তভোগী গত ২৬ জুন রামপুরা থানায় একটি মামলা দায়ের করেন। এরপর ৭ জুলাই মালিবাগে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির হল ক্যান্টিনে পচা মাংস রান্নার অভিযোগ

জবির শহীদ সাজিদ ভবনের লিফটে ফ্যান স্থাপন করলো ছাত্রদল নেতা শাহরিয়ার 

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত তিন

বগুড়ার নন্দীগ্রামে ডিবির অভিযানে হেরোইনসহ ৩ কারবারি গ্রেফতার

জবি আইটি সোসাইটির নেতৃত্বে ইমাম-বায়জিত

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া রেল সড়কটির বেহাল দশা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা