ভিডিও বুধবার, ০৯ জুলাই ২০২৫

নিউজ ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই, ২০২৫, ০৯:৩০ রাত

নির্বাচিত হলে সকল সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, “আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তবে দোয়ারীপাড়াসহ দেশের প্রতিটি এলাকার সাধারণ মানুষের সমস্যার সমাধান করা হবে ইনশাআল্লাহ।”

তিনি এ প্রতিশ্রুতি দেন পল্লবীর নিজ নির্বাচনী এলাকা দোয়ারীপাড়ায় আজ সোমবার সন্ধ্যায় আয়োজিত এক মতবিনিময় সভায়। দোয়ারীপাড়া ও আনবিক শক্তি এলাকার স্থানীয় জনগণের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক আরও বলেন, “আপনাদের পরামর্শ, মতামত ও সহযোগিতা নিয়েই আমরা একটি সুন্দর সমাজ গড়তে চাই। মাদকের বিষয়ে বিএনপি ‘জিরো টলারেন্স’ নীতিতে বিশ্বাসী। এলাকায় কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।”

সভায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাদের দাবি ও সমস্যার কথা তুলে ধরেন। স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম মোল্লা দোয়ারীপাড়ার পানির সমস্যা সমাধানে সহযোগিতা কামনা করেন। দাধন শেখ ও ইসমাইল হোসেন দোয়ারীপাড়ায় একটি স্থায়ী বাজার স্থাপনের দাবি জানান।

রুমা বেগম নিজেকে একজন দলীয় কর্মী পরিচয় দিয়ে দলীয় সহযোগিতা চান। জুয়েল ইসলাম মাদক ও অসামাজিক কার্যকলাপ নির্মূলের পাশাপাশি একটি বাজার স্থাপনের দাবি জানান। দ্বীন মোহাম্মদ পূর্ণবাসিত প্লট ক্ষতিগ্রস্তদের মাঝে সঠিকভাবে বিতরণ নিশ্চিত করার দাবি তোলেন।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দা মোঃ মিলন পুলিশি হয়রানি থেকে মুক্তি চান এবং মোস্তফা কামাল বৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। কামাল হোসেন ড্রেনেজ ব্যবস্থা ও ইস্টার্ন হাউজিং সংযোগ কালভার্ট নির্মাণের জন্য সহযোগিতা চান। জাহিদুল হক শুভ স্থানীয়ভাবে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন এবং খেলাধুলার জন্য মাঠের দাবি জানান।

সভাপতির বক্তব্যে আমজাদ হোসেন মোল্লা বলেন, “এলাকাবাসী আপনাকে আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়ী করবে ইনশাআল্লাহ।” তিনি পুনর্বাসনের প্লট সংক্রান্ত দাবিসহ সব দাবিতে আমিনুল হকের সহযোগিতা চান। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির হল ক্যান্টিনে পচা মাংস রান্নার অভিযোগ

জবির শহীদ সাজিদ ভবনের লিফটে ফ্যান স্থাপন করলো ছাত্রদল নেতা শাহরিয়ার 

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত তিন

বগুড়ার নন্দীগ্রামে ডিবির অভিযানে হেরোইনসহ ৩ কারবারি গ্রেফতার

জবি আইটি সোসাইটির নেতৃত্বে ইমাম-বায়জিত

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া রেল সড়কটির বেহাল দশা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা