ভিডিও বুধবার, ০৯ জুলাই ২০২৫

নওগাঁর নিয়ামতপুরে নাশকতার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

নওগাঁর নিয়ামতপুরে নাশকতার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলার আড্ডা মোড়ে বোমা বিস্ফোরণ ও নাশকতার মামলায় নিয়ামতপুর উপজেলা যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান ওরফে বাদশা মোল্লাকে (২৮) গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শনিবার রাত ১০টায় উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ঝাজিরা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বাদশা উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের বাসিন্দা ও নিয়ামতপুর উপজেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন মোল্লার ছেলে। সে উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পদে দায়িত্বে ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই অপূর্ব এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আড্ডা বোমা বিস্ফোরণ ও নাশকতার মামলায় আসামি আবু সুফিয়ান ওরফে বাদশা মোল্লাকে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ঝাজিরা গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বে দায়ের করা একটি নাশকতার মামলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে অভিযান চালিয়ে বাদশা মোল্লাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। গত রোববার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত তিন

বগুড়ার নন্দীগ্রামে ডিবির অভিযানে হেরোইনসহ ৩ কারবারি গ্রেফতার

জবি আইটি সোসাইটির নেতৃত্বে ইমাম-বায়জিত

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া রেল সড়কটির বেহাল দশা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীতে সেনাবাহিনীর অভিযানে চায়না দুয়ারি জাল জব্দ

দেড় কোটির বেশি টাকা ব্যয়ে শিববাটি-ফুলবাড়ি ব্রিজ হচ্ছে