বগুড়ার ধুনটে নদীতে বাজারের ব্যাগে মিলল নবজাতকের লাশ

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় ইছামতি নদীতে ভাসমান বাজারের ব্যাগের ভেতর পুরাতন কাপড়ে মোড়ানো অজ্ঞাত নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামে নদীর ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় এক কৃষক চরে ঘাস কাটতে গিয়ে নদীর পানিতে প্লাস্টিকের তৈরী বাজারের ব্যাগ ভাসতে দেখে। এ সময় ব্যাগটি পানি থেকে উত্তোলন করে সে। পরে ব্যাগের ভেতর কাপড়ে মোড়ানো অজ্ঞাত এক পুত্র সন্তানের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ নবজাতকের লাশটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
আরও পড়ুনধুনট থানার এসআই অমিত হাসান মাহমুদ বলেন, উদ্ধার হওয়া নবজাতকের লাশটির ডিএনএ পরীক্ষা ও ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নবজাতকের লাশটি কোনো এক সময় নদীতে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন