ভিডিও বুধবার, ০৯ জুলাই ২০২৫

চুয়াডাঙ্গায় রেললাইনে যুবকের মৃত্যু এলাকাবাসীর ট্রেন অবরোধ

চুয়াডাঙ্গায় রেললাইনে যুবকের মৃত্যু এলাকাবাসীর ট্রেন অবরোধ

চুয়াডাঙ্গার আমিরপুর রেলগেটে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা খেয়ে এক যুবক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এরপরই আমিরপুর রেলগেটে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পরপরই গেটম্যানের দাবিতে স্থানীয়রা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। ফলে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি দীর্ঘক্ষণ আটকা পড়ে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, ইঞ্জিনের সঙ্গে ধাক্কা খেয়ে যুবকসহ মোটরসাইকেলটি প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রেনটি। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা রেলপথে প্রতিবন্ধকতা তৈরি করে বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভকারীরা জানান, আমিরপুর রেলগেট দীর্ঘদিন ধরে অরক্ষিত। এই গেটে আগেও প্রাণহানির ঘটনা ঘটেছে। গেটম্যান না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তারা।

আরও পড়ুন

ঘটনাস্থলে গিয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন।

তিনি বলেন, এখানে অবশ্যই গেটম্যান থাকা দরকার। আমি তিনদিন সময় নিচ্ছি, এরমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চেষ্টা করবো।

তবে বিক্ষুব্ধরা ওসির কাছ থেকে লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত রেলপথ না ছাড়ার ঘোষণা দেন।

চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বলেন, রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এরপর গেটম্যানের দাবিতে শতশত মানুষ রেলপথ অবরোধ করেন। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবির শহীদ সাজিদ ভবনের লিফটে ফ্যান স্থাপন করলো ছাত্রদল নেতা শাহরিয়ার 

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত তিন

বগুড়ার নন্দীগ্রামে ডিবির অভিযানে হেরোইনসহ ৩ কারবারি গ্রেফতার

জবি আইটি সোসাইটির নেতৃত্বে ইমাম-বায়জিত

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া রেল সড়কটির বেহাল দশা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীতে সেনাবাহিনীর অভিযানে চায়না দুয়ারি জাল জব্দ