ভিডিও বুধবার, ০৯ জুলাই ২০২৫

কাঠগড়ায় অঝোরে কাঁদলেন পলক

কাঠগড়ায় অঝোরে কাঁদলেন পলক, ছবি: সংগৃহীত।

আদালতের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্বজনরা। কাঠগড়ায় ছিলেন তিনি। এসময় তিনি বাইরে তাকিয়ে স্বজনদের সঙ্গে ইশারায় নানা ইঙ্গিত করছিলেন। এক পর্যায়ে তাদের দিকে তাকিয়েই অঝোরে কাঁদতে থাকেন। তার চোখে পানি দেখে বারান্দায় থাকা স্বজনরাও আবেগাপ্লুত হয়ে পড়েন। আজ বুধবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে এমন চিত্র দেখা গেছে। 

এদিন কারাগারে থেকে পলককে আদালতে হাজির করা হয়। এরপর সকাল সাড়ে ১০টার দিকে তাকে আদালতে তোলা হয়। এসময় তার মাথায় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরানো ছিল। পরে তাকে কাঠগড়ায় নেওয়া হয়। এসময় তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতের বারান্দায় তাকিয়ে ছিলেন। তখন তিনি তার স্বজনদের সঙ্গে ইশারায় কথা বলেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে যাত্রাবাড়ী থানার দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। শুনানি শেষে তাকে পুলিশ প্রহরায় হাজতখানায় নেওয়া হয়।

আরও পড়ুন

এর আগে গত ১৫ আগস্ট রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতার পরিবর্তন হয়েছে আদর্শ বদলায়নি : মুফতি ফয়জুল করিম

রংপুরের গঙ্গাচড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্বামীকে ফাঁসাতে ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা

কুমিল্লা বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

ছুটে চলেছেন আলকারেজ

পাবনার ভাঙ্গুড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩