রংপুরের গঙ্গাচড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে মানসুরা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৯ জুলাই) বিকেলে উপজেলার মর্নেয়া ইউনিয়নের আলালচর গ্রামে এ ঘটনা ঘটে। মানসুরা আলালচর গ্রামের মানিক মিয়ার মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে খেলার সময় পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর স্বজনরা শিশুটিকে পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। পরে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনএ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল আকন্দ বলেন, আমরা লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছি এবং পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
মন্তব্য করুন