ভিডিও বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

শ্যামনগরে শিয়াল মারার বিদ্যুতের ফাঁদে গৃহবধূর মৃত্যু

শ্যামনগরে শিয়াল মারার বিদ্যুতের ফাঁদে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে শিয়াল মারার বিদ্যুৎ সংযোগ দিয়ে তৈরি করা ফাঁদে রূপবান বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

আজ বুধবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে বাড়ির পাশে সুন্দরবন প্রজেক্টের পাশে মুরগির খামার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রূপবান শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের সোনাখালী গ্রামের জহুর আলী মোল্লার স্ত্রী।

নিহতের ছেলে আব্দুর সবুর বলেন, সকালে তার মা ছাগলের জন্য ঘাস কাটতে যান সুন্দরবন প্রজেক্টের মধ্যে। আগের দিন প্রজেক্ট ম্যানেজার মাকসুদ ঘাস কেটে নেওয়ার জন্য তার মাকে পরামর্শ দিয়ে ছিলেন। এরপর দুপুর গড়াতে গেলেও তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে প্রতিবেশীসহ আশপাশের বাড়িতে খোঁজা হয়।

আব্দুর সবুর বলেন, কিন্তু দীর্ঘক্ষণ সময় পেরিয়ে গেলেও তার মা ফিরছিলেন না। একপর্যায়ে আব্দুর রহমানসহ স্থানীয় গ্রামবাসীরা প্রজেক্টের মধ্যে বিদ্যুতের সংযোগ দেওয়ায় তার আটকে তার মায়ের মরদেহ পড়ে থাকার খবর দেন।

আরও পড়ুন

দুর্ঘটনার সময় প্রজেক্টে উপস্থিত থাকা মাকসুদ আলমের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে প্রজেক্টের মালিক নুর ইসলাম জানান, খবর পেয়ে তিনি প্রজেক্টের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

তিনি বলেন, শিয়ালের উপদ্রব বেশি হওয়ায় রাতে প্রজেক্টের চারপাশে জিআই তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখা হয়। হয়তো ভুলবশত মাকসুদ সকালে বিদ্যুতের সংযোগ খুলে রাখেননি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের উলিপুরের চরাঞ্চলের গ্রাহকরা সৌর বিদ্যুৎ নিয়ে বিপাকে

ঠাকুরগাঁওয়ে লোমহর্ষক দস্যুতা আট লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩

আবার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : জাকির

বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-গর্ভে চাপা পড়ে চায়না শিফট ম্যানেজার নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অর্থ ও মাদকসহ ১০ জুয়াড়ি গ্রেফতার

সিরাজগঞ্জের তাড়াশে শিয়ালের কামড়ে নারীসহ আহত ৪