ভিডিও বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

বিশ্ব টেস্ট র‍্যাংকিংয়ে আবারও শীর্ষে ব্রুক

বিশ্ব টেস্ট র‍্যাংকিংয়ে আবারও শীর্ষে ব্রুক

স্পোর্টস ডেস্কঃ  ইংল্যান্ড সতীর্থ জো রুটকে পেছনে ফেলে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আসন দখলে নিয়েছেন মিডল অর্ডার ব্যাটার হ্যারি ব্রুক। আইসিসির হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে রেকর্ড বই উলটপালট করা ভারতীয় অধিনায়ক শুবমান গিল ও দক্ষিণ আফ্রিকা অলরাউন্ডার ভিয়ান মুল্ডারেরও। 

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৫৮ রান ব্রুকের রেটিং পয়েন্ট ৮৮৬ - তে নিতে সাহায্য করেছে। যা তার সতীর্থ রুটের চেয়ে ১৮ পয়েন্ট বেশি! তাতে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ৬ মাস থেকেই দুই নম্বরে নেমে যেতে হয়েছে তাকে। গত ডিসেম্বরেও অবশ্য এক সপ্তাহের শীর্ষে উঠেছিলেন ব্রুক। 

ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টটি ছিল সম্পূর্ণ শুবমান গিলের। টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এক ম্যাচের দুই ইনিংসে ১৫০-এর বেশি রান করার বিরল কীর্তি গড়েছেন। তাছাড়া এক টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিকও হয়েছেন তিনি। করেছেন মোট ৪৩০ রান। তার ২৬৯ এবং ১৬১ রানের অসাধারণ ইনিংস দুটি আইসিসি র‌্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়ে ক্যারিয়ার-সেরা ষষ্ঠ স্থানে নিয়ে গেছে।

গিলের আগের সর্বোচ্চ র‌্যাঙ্কিং ছিল ১৪। যা তিনি গত বছরের সেপ্টেম্বর মাসে অর্জন করেছিলেন। এই সিরিজ শুরু করেছিলেন ২৩ নম্বরে থেকে।

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্রায়ান লারার রেকর্ড হুমকির মুখে ফেলে দেওয়া ভিয়ান মুল্ডারও উন্নতি করেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টের সর্বোচ্চ ইনিংস উপহার দিয়েছেন তিনি। অপরাজিত ছিলেন ৩৬৭ রানে। তাতে র‌্যাঙ্কিংয়ে বিশাল ঝাঁপ দিয়েছেন মুল্ডার। ৩৪ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় এখন ২২তম স্থানে জায়গা করে নিয়েছেন। বল হাতে তিন উইকেট নিয়ে বোলারদের র‌্যাঙ্কিংয়েও এগিয়েছেন। ৪ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ৪৮তম স্থানে। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়েও ক্যারিয়ার সেরা স্থান পেয়েছেন। উঠেছেন তিন নম্বরে। এখন শুধু রবীন্দ্র জাদেজা ও মেহেদী হাসান মিরাজের পরেই আছেন তিনি। 

আরও পড়ুন

 

দুই টেস্টে মোট ৫৩১ রান ও ৭ উইকেট নেওয়া মুল্ডার সিরিজের আগে ব্যাটারদের তালিকায় ৭৩তম স্থানে ছিলেন। বোলারদের র‌্যাঙ্কিংয়ে ছিলেন ৫৮ নম্বরে। আর অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে ছিলেন ২২ নম্বরে। 

গতকাল বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর উন্নতি হয়েছে লঙ্কান দুই ব্যাটার চারিথ আসালাঙ্কা ও কুশল মেন্ডিসের। প্রথম ম্যাচে ১০৬ রানের ইনিংস খেলা আসালাঙ্কা ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ছয় নম্বরে স্থান করে নিয়েছেন। শেষ ম্যাচে ১২৪ রানের ইনিংস খেলা কুশল অবশ্য এবারই প্রথম স্থান করে নিয়েছেন ওয়ানডের শীর্ষ দশে। 

ওয়ানডেতে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাওহীদ হৃদয়েরও। ৭ ধাপ এগিয়ে ৫১ তে স্থান করে নিয়েছেন বাংলাদেশের মারকুটে ব্যাটার। ওয়ানডের বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে শীর্ষ আটে জায়গা করে নিয়েছেন শ্রীলঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ, আহত ১

১৮ জুলাই মোবাইলে ১ জিবি ইন্টারনেট ফ্রি

বৃহস্পতিবার সারাদেশে আলিম ও কারিগরি বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

নির্বাচনে শাপলা প্রতীক নয়, ইসির নীতিগত সিদ্ধান্ত

কুড়িগ্রামের উলিপুরের চরাঞ্চলের গ্রাহকরা সৌর বিদ্যুৎ নিয়ে বিপাকে