ভিডিও বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

আরচারির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ৪৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

আরচারির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ৪৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ আরচারি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদের বিরুদ্ধে ৪৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনেছেন জাহানারা চৌধুরী ঝর্না নামের এক নারী। নিজেকে মানবাধিকার কর্মী পরিচয় দেওয়া ওই নারী এরই মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব বরাবর চিঠি দিয়ে এর বিচার দাবি করেছেন।

জাতীয় ক্রীড়া পরিষদকে দেওয়া চিঠিতে ওই নারী অভিযোগ করেছেন, পূর্ব পরিচয়ের সূত্র ধরে তানভীর তার কাছে অস্ট্রেলিয়ায় লোক পাঠানোর বিষয়টি বলেছিলেন। যেতে আগ্রহীদেরকে দুই মাসের মধ্যে অস্ট্রেলিয়া পাঠানো হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন। ৮ জনের পাসপোর্টসহ তিনি তানভীরকে কয়েক কিস্তিতে ৪৩ লাখ টাকা দিয়েছেন। তবে যেসব ভিসা ও টিকিট দেওয়া হয়েছিল তার সবই ছিল জাল। এই টাকা উদ্ধারের জন্য তিনি জাতীয় ক্রীড়া পরিষদের হস্তক্ষেপ কামনা করেছেন। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম বলেছেন, এমন একটি অভিযোগ পেয়েছি। বিষয়টির সত্যতা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এক সদস্যের কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে পরিষেদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ হুমায়ুন কবিরকে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদের কাছে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এই অর্থ লেনদেন হয়েছে ওই নারী ও আরাফাত জামান অপু নামের আরেকজনের সাথে। দু’জনই আমার পরিচিত বলে আমি মধ্যস্থতাকারী হিসেবে ছিলাম। এ সবের মধ্যে আমি জড়িত নই। আর জাল ভিসা ও টিকিটের যে অভিযোগ আনা হয়েছে তাও ঠিক না। ৭ জনের জেনুইন ভিসাই হয়েছিল। ওই নারী তো অভিযোগ করেছেন কিছু টাকা আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে প্রেরণ করা হয়েছে। আপনি জড়িত না হলে আপনার ব্যাংক হিসেবে কেন টাকা জমা দিয়েছেন? আমি যেহেতু মধ্যস্থতাকারী ছিলাম তাই বিশ্বস্ত মনে করে আমার ব্যাংকে টাকা দিয়েছে। আসলে আমার সুনাম ক্ষুন্ন করার জন্যই এই অভিযোগ আনা হয়েছে। এরই মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আমার সাথে কথা বলেছে। আমি জাতীয় ক্রীড়া পরিষদে বিষয়টি পরিস্কার করেছি। তারা বলেছেন মিটমাট করতে। আমি কয়েকদিনের মধ্যে বিষয়টির মিটমাট করে ফেলবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ জুলাই মোবাইলে ১ জিবি ইন্টারনেট ফ্রি

বৃহস্পতিবার সারাদেশে আলিম ও কারিগরি বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

নির্বাচনে শাপলা প্রতীক নয়, ইসির নীতিগত সিদ্ধান্ত

কুড়িগ্রামের উলিপুরের চরাঞ্চলের গ্রাহকরা সৌর বিদ্যুৎ নিয়ে বিপাকে

ঠাকুরগাঁওয়ে লোমহর্ষক দস্যুতা আট লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩

আবার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : জাকির