ট্রাম্পের বাসভবনে এবার অফিস খুলছে ফিফা

স্পোর্টস ডেস্কঃ আগামী বছরে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। এই উপলক্ষে যুক্তরাষ্ট্রে ফিফার কার্যক্রম জোরদার করার অংশ হিসেবেই ট্রাম্প টাওয়ারে অফিস খোলা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাম্প নিজেকে বিশ্বকাপ আয়োজন বিষয়ক হোয়াইট হাউস টাস্ক ফোর্সের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন।
ট্রাম্প টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘ফিফা বৈশ্বিক সংস্থা। বৈশ্বিক হতে আগে স্থানীয় হতে হবে। সব জায়গায় থাকতে হবে, তাই আমাদের নিউইয়র্কেও থাকতে হবে। সেটা শুধু এই বছর ক্লাব বিশ্বকাপ ও আগামী বছর বিশ্বকাপের জন্য নয়। ধন্যবাদ এরিক, ধন্যবাদ সবাইকে। প্রেসিডেন্ট ট্রাম্পকেও ধন্যবাদ।’
এই অনুষ্ঠানে পাঁচ দিনব্যাপী ক্লাব বিশ্বকাপ ট্রফির একটি প্রদর্শনীরও সূচনা হয়, যা চলছে টুর্নামেন্টের শেষ ধাপ উপলক্ষে।
তবে ফিফা ঠিক কত ভাড়ায় ট্রাম্প টাওয়ারে অফিস চালাবে বা কোন কোন বিভাগ সেখানে থাকবে, তা স্পষ্টভাবে জানানো হয়নি। এছাড়াও ফিফার ইতোমধ্যে মিয়ামি ও টরোন্টোতে অফিস রয়েছে। মিয়ামিতে রয়েছে ফিফার আইনি শাখা ও ক্লাব বিশ্বকাপ এবং আসন্ন বিশ্বকাপের প্রস্তুতির দায়িত্বে থাকা কর্মীরা। টরোন্টো অফিসে রয়েছে আগামী বিশ্বকাপ নিয়ে কাজ করা দল।
আরও পড়ুনগত এক বছরে ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোকে একাধিকবার ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে ও ফ্লোরিডার মার-আ-লাগোতে দেখা গেছে। এমনকি চলতি বছরের মে মাসে প্যারাগুয়েতে অনুষ্ঠিত ফিফার বার্ষিক কংগ্রেসের একটি অংশও বাদ দিয়ে তিনি ট্রাম্পের সঙ্গে গালফ অঞ্চলের সফরে যান। এতে অনেক প্রতিনিধি ক্ষোভ প্রকাশ করেন এবং কংগ্রেসে প্রতিবাদস্বরূপ ওয়াকআউট করেন।
এ নিয়ে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা কড়া সমালোচনা করে বলে, ইনফান্তিনো রাজনীতিকে ফুটবলের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। পরে ইনফান্তিনো দুঃখ প্রকাশ করে বলেন, ‘ফিফার প্রেসিডেন্ট হিসেবে আমার দায়িত্ব ফুটবলের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেওয়া। আমি মনে করেছি, সেখানে থাকা আমার জন্য জরুরি ছিল।’
মন্তব্য করুন