গাজীপুরে পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্র অপহরণে অভিযুক্ত গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে স্কুলের সামনে থেকে পিস্তল ঠেকিয়ে ছাত্রকে তুলে নেওয়ার ঘটনায় জড়িত আবু কাওসারকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তার বাড়ি থেকে উদ্ধার করা পিস্তলটি খেলনা বলে দাবি পুলিশের।
অপহরণের ঘটনায় আজ বুধবার (৯ জুলাই) ভুক্তভোগী স্কুলছাত্রের বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন। এর আগে গতকাল মঙ্গলবার রাতে অভিযুক্ত কাওসারকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয় একটি খেলনা পিস্তল, দুটি ওয়াকিটকি।
প্রত্যক্ষদর্শী স্থানীয় একজন দোকানি বলেন, আমাদের সামনে অস্ত্র উঁচিয়ে একজন শিক্ষার্থীকে তুলে নিয়ে গেছে। এ সময় ভয়ে আশপাশের লোকজন এদিক-সেদিক ছোটাছুটি করে নিরাপদ দূরত্বে চলে যায়। অপহরণকারী পিস্তল দিয়ে ফায়ারের চেষ্টা করে। এখন শুনছি সেটি নাকি খেলনা পিস্তল। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত কাওসারের বাড়িতে অভিযান চালায়। তাকে বাড়িতে পাওয়া যায়নি। সেখান থেকে একটি খেলনা পিস্তল ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।
আরও পড়ুনওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞেসবাদে অভিযুক্ত কাওসার জানান, শুধু ভয় দেখানোর জন্যই খেলনা পিস্তল তাক করেছেন তিনি। পিস্তলটি অনলাইনে অর্ডার করে কেনা। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের হাজী প্রি ক্যাডেট স্কুলে ওই অপহরণের ঘটনা ঘটে। এই ঘটনার ২২ সেকেন্ডের একটি ভিডিও সন্ধ্যার পরপরসামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
মন্তব্য করুন