ভিডিও বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

বগুড়ার আদমদীঘিতে অপহৃত স্কুল ছাত্রী ১৭ দিন পর উদ্ধার

বগুড়ার আদমদীঘিতে অপহৃত স্কুল ছাত্রী ১৭ দিন পর উদ্ধার। প্রতীকী ছবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির এসএসসি পরীক্ষা দেওয়া এক স্কুলছাত্রী (১৭) অপহরণের ১৭ পর উদ্ধার হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম কাল্লাগাড়ী এলাকা থেকে তাকে উদ্ধার করা হলেও অপহরণকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় লক্ষীকোলা গ্রামের ভিকটিমের বাবা একই গ্রামের দুই সন্তানের জনক মিজানুর রহমান ওরফে মিঠুকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার লক্ষীকোলা গ্রামের ওই ছাত্রী জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয়ের যাতায়াতের পথে আসামি দুই সন্তানের জনক মিঠু তাকে উত্যক্ত ও বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতো।

ওই ছাত্রী এবার এসএসসি পরীক্ষা দেয়। গত ২৫ জুন বিকেল সাড়ে ৫টার সময় তার বাড়ি লক্ষীকোলা গ্রাম থেকে ছাতিয়ানগ্রাম বাজারে যাওয়ার পথে ইউনিয়ন পরিষদের সামনে রাস্তায় পৌঁছামাত্র তার সহযোগীরা একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যায়।

আরও পড়ুন

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন, আজ বুধবার (৯ জুলাই) সকালে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দী গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া আসামি গ্রেফতারে তৎপরতা চালানো হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ, আহত ১

১৮ জুলাই মোবাইলে ১ জিবি ইন্টারনেট ফ্রি

বৃহস্পতিবার সারাদেশে আলিম ও কারিগরি বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

নির্বাচনে শাপলা প্রতীক নয়, ইসির নীতিগত সিদ্ধান্ত

কুড়িগ্রামের উলিপুরের চরাঞ্চলের গ্রাহকরা সৌর বিদ্যুৎ নিয়ে বিপাকে